
গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪২৮
মিডিয়া মিহির: গাজায় চলমান মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪২৮-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪৬ জন শিশু।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন প্রাণ হারিয়েছেন, যাদের একজন শিশু। তাদের মৃত্যুর কারণ ছিল মারাত্মক অপুষ্টি, আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, শুধুমাত্র আগস্ট মাসের পর থেকে অন্তত ১৫০ জন ফিলিস্তিনি—এদের মধ্যে ৩১ শিশু—অনাহারে মারা গেছেন। উল্লেখ্য, ওই সময় ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC) গাজা সিটিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছিল।
IPC আরও সতর্ক করেছে যে, যদি অবস্থা অপরিবর্তিত থাকে, তবে সেপ্টেম্বরের শেষ নাগাদ মধ্য ও দক্ষিণ গাজার দেইর আল-বালাহ এবং খান ইউনিসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।
সীমান্ত বন্ধ এবং মানবিক বিপর্যয়
ইসরাইল ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে রেখেছে। শত শত খাদ্য ও ত্রাণবাহী ট্রাক সীমান্তে অপেক্ষা করলেও কোনোটি প্রবেশের অনুমতি পাচ্ছে না। এই পদক্ষেপ গাজার মানবিক সংকটকে তীব্রতর করেছে এবং লাখো মানুষের জন্য খাদ্য, ওষুধ ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা অপ্রাপ্য হয়ে পড়েছে।
প্রাণহানি ও ধ্বংস
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণ গাজাকে প্রায় বসবাসের অযোগ্য করে তুলেছে। খাদ্যাভাব, অপুষ্টি এবং সংক্রামক রোগে এখনো হাজারো মানুষ মৃত্যুঝুঁকিতে রয়েছে।