Sliderধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদ

১৯ রমজানের রাত ও শবে ক্বদরের আমল সমূহ

১৯ রমজানের রাত ও শবে ক্বদরের আমল সমূহ
মাহে রমজানের ১৯তম রাত হলো লাইলাতুল ক্বদরের রাত এবং এ রাতের শেষ অংশে অর্থাৎ ফজরের নামাজের সময় কুফা মসজিদে ঘাতকের বিষাক্ত তরবারির আঘাত প্রাপ্ত হন আমিরুল মুমিনীন হযরত আলী (আ.)। মাফাতিহুল জিনান গ্রন্থে এ রাতের বিশেষ কিছু আমল বর্ণিত হয়েছে।
এ রাতটি লাইলাতুল ক্বাদরের প্রথম রাত হিসেবে গণ্য করা হয়। হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা আমার উম্মতকে লাইলাতুল ক্বদর দান করেছেন এবং পূর্ববর্তী কোনো উম্মতই এই অনুগ্রহ থেকে উপকৃত হয়নি।’
এই রাতে আল্লাহর অনুমতিক্রমে ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং ইমাম মাহদী (আ.)-এর দরবারে হাজির হয়ে প্রত্যেক ব্যক্তির জন্য যা কিছু নির্ধারিত হয়েছে তা তাঁর (ইমাম মাহদি) কাছে পেশ করেন।

“লাইলাতুল ক্বদরের রাতগুলোর সাধারণ আমলসমূহ।”

বিঃদ্রঃ (১৯ রমজান রাতের বিশেষ আমলসমূহ নিচে বর্ণনা করা হয়েছে)

এক.
সূর্যাস্তের পরে গোসল করা।

দুই.
দুই রাকাত নামাজ আদায় করা। প্রত্যেক রাকাতে সুরা হামদের ( ফাতিহা) পর ৭০ বার সুরা ইখলাস পাঠ করা। নামাজ শেষে ৭০ বার:
( استَغفِرُ الله وَ اَتوبُ اِلَیهِ.)
“আসতাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।”

তিন.
রাত্রি জাগরণ

চার.
মাথার ওপর কুরআন রেখে বিশেষ আমল করা।
ক. প্রথমে সামনে পবিত্র কুরআন খুলে রেখে পাঠ করুন:
اَللّهُمَّ اِنّی اَسْئَلُکَ بِکِتابِکَ الْمُنْزَلِ، وَ ما فیهِ وَ فیهِ اسْمُکَ الاْکْبَرُ، وَ اَسْماَّؤُکَ الْحُسْنی، وَ ما یُخافُ وَ یُرْجی اَنْ تَجْعَلَنی مِنْ عُتَقاَّئِکَ مِنَ النّارِ
খ. ইমাম জাফর সাদিক (আ.) বলেন: অতঃপর পবিত্র কুরআন মাথার উপর রেখে পাঠ করুন:
اَللّهُمَّ بِحَقِّ هذَا الْقُرْانِ، وَ بِحَقِّ مَنْ اَرْسَلْتَهُ بِه وَ بِحَقِّ کُلِّ مُؤْمِنٍ مَدَحْتَهُ فیهِ، وَ بِحَقِّکَ عَلَیهمْ، فَلا اَحَدَ اَعْرَفُ بِحَقِّکَ مِنْکَ،
গ. অতঃপর
১০ বার পড়ুন «بِکَ یَا اللّهُ»,
১০ বার «بِمُحَمَّدٍ»,
১০ বার «بِعَلِیٍّ»,
১০ বার «بِفَاطِمَةَ»,
১০ বার «بِالْحَسَنِ»,
১০ বার «بِالْحُسَیْنِ»,
১০ বার «بِعَلِیِّ بْنِ الْحُسَیْنِ»,
১০ বার «بِمُحَمَّدِ بْنِ عَلِیٍّ»,
১০ বার «بِجَعْفَرِ بْنِ مُحَمَّدٍ»,
১০ বার «بِمُوسَی بْنِ جَعْفَرٍ»,
১০ বার «بِعَلِیِّ بْنِ مُوسَی»,
১০বার «بِمُحَمَّدِ بْنِ عَلِیٍّ»,
১০ বার «بِعَلِیِّ بْنِ مُحَمَّدٍ»,
১০ বার «بِالْحَسَنِ بْنِ عَلِیٍّ»,
১০ বার «بِالْحُجَّةِ»
 তারপর নিজের মনবাসনাগুলো মহান আল্লাহর কাছে পেশ করুন।

পাঁচ.
ইমাম হুসাইন (আ.)-এর যিয়ারত পাঠ করা

ছয়.
দোয়া (জওশান-ই কাবীর) পাঠ করা।

সাত.
১০০ রাকাত নামাজ আদায় করা। প্রত্যেক রাকাতে সুরা হামদের (ফাতিহা) পর ১০ বার সুরা ইখলাস পড়তে হবে। আল্লামা মাজলিসী বলেন, যদি কেউ শারীরিকভাবে দুর্বল হয়ে থাকে তাহলে সে এই ১০০ রাকাত নামাজ বসেও পড়তে পারবে।

আট.
পাঠ করুন:
اَللّهُمَّ اِنّی اَمْسَیْتُ لَکَ عَبْداً داخِراً لا اَمْلِکُ لِنَفْسی نَفْعاً وَلا ضَرّاً وَلا اَصْرِفُ عَنْها سُوَّءاً اَشْهَدُ بِذلِکَ عَلی نَفْسی، وَاَعْتَرِفُ لَکَ بِضَعْفِ قُوَّتی وَقِلَّةِ حیلَتی فَصَلِّ عَلی مُحَمَّدٍ وَ الِ مُحَمَّدٍ، وَاَنْجِزْ لی ما وَعَدْتَنی وَ جَمیعَ الْمُؤْمِنینَ وَالْمُؤْمِناتِ مِنَ الْمَغْفِرَةِ فی هذِهِ اللَّیْلَةِ، وَاَتْمِمْ عَلَیَّ ما اتَیْتَنی فَاِنّی عَبْدُکَ الْمِسْکینُ الْمُسْتَکینُ الضَّعیفُ الْفَقیرُ الْمَهینُ، اَللّهُمَّ لا تَجْعَلْنی ناسِیاً لِذِکْرِکَ فیما اَوْلَیْتَنی، وَلا غافِلاً لاِِحْسانِکَ فیما اَعْطَیْتَنی وَلا ایِساً مِنْ اِجابَتِکَ وَاِنْ اَبْطَاَتْ عَنّی، فی سَرّاَّءَ اَوْ ضَرّاَّءَ اَوْ شِدَّةٍ اَوْ رَخاَّءٍ اَوْ عافِیَةٍ اَوْ بَلاَّءٍ اَوْ بُؤْسٍ اَوْ نَعْماَّءَ، اِنَّکَ سَمیعُ الدُّعاَّءِ.

১৯ রমজান রাতের বিশেষ আমলসমূহ:

এক.
১০০বার পাঠ করা:
«اَسْتَغْفِرُاللّهَ رَبّی وَ اَتُوبُ اِلَیْهِ»
“আসতাগফিরুল্লাহা রব্বি ওয়া আতুবু ইলাইহি।”

দুই.
১০০ বার পাঠ করা:
«اَللّهُمَّ الْعَنْ قَتَلَةَ اَمیرِ الْمُؤْمِنین»
“আল্লাহুম্মাল আন কাতালাতা আমিরিল মুমিনিন।”

তিন.
নিম্নে বর্ণিত এই দোয়া পাঠ করা:
یا ذَاالَّذی کانَ قَبْلَ کُلِّشَیْءٍ ثُمَّ خَلَقَ کُلَّشَیْءٍ، ثُمَّ یَبْقی وَیَفْنی کُلُّشَیْءٍ یا ذَا الَّذی لَیْسَ کَمِثْلِهِ شَیءٌ، وَیا ذَاالَّذی لَیْسَ فِی السَّماواتِ الْعُلی وَلا فِی الاْرَضینَ السُفْلی، وَلا فَوقَهُنَّ وَلا تَحْتَهُنَّ وَلا بَیْنَهُنَّ اِلهٌ یُعْبَدُ غَیْرُهُ، لَکَ الْحَمْدُ حَمْداً لا یَقْوی عَلی اِحْصاَّئِهِ اِلاّ اَنْتَ، فَصَلِّ عَلی مُحَمَّدٍ وَ الِ مُحَمِّدٍ صَلوةً لا یَقْوی عَلی اِحْصاَّئِها اِلاّ اَنْتَ.
চার.
পাঠ করুন:

بخواند: اَللّهُمَّ اْجْعَلْ فیما تَقْضی وَتُقَدِّرُ مِنَ الاْمْرِ الْمَحْتُومِ، وَفیما تَفْرُقُ مِنَ الاْمْرِ الحَکیمِ فی لَیْلَةِ الْقَدْرِ، وَفِی الْقَضاَّءِ الَّذی لا یُرَدُّ وَلا یُبَدَّلُ، اَنْ تَکْتُبَنی مِنْ حُجّاجِ بَیْتِکَ الْحَرامِ، الْمَبْرُورِ حَجُّهُمُ الْمَشْکُورِ سَعْیُهُمُ الْمَغْفُورِ ذُنُوبُهُمُ الْمُکَفَّرِ عَنْهُمْ سَیِّئاتُهُمْ، وَاجْعَلْ فیما تَقْضی وَتُقَدِّرُ اَنْ تُطیلَ عُمْری وَتُوَسِّعَ عَلَیَّ فی رِزْقی، وَتَفْعَلَ بی کَذا وَکَذا.

মিডিয়া মিহির/ধর্ম ও বিশ্বাস/ মুহাম্মাদ রুস্তম আলী

আরো পড়ুন..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button