মিডিয়া মিহির: একটি ছোট কাজ, যেমন স্বামীর জন্য পানি দেওয়া, আল্লাহর দৃষ্টিতে বিশাল মর্যাদা এবং পুরস্কারের উপায় হতে পারে।
ইমাম কাজিম (আ.) বলেছেন:
ما مِنِ امرَأَةٍ تَسقي زَوجَها شَربَةً مِن ماءٍ اِلاّ كانَ خَيراً لَها مِن عِبادَةِ سَنةٍ
অর্থাৎ: “যে কোনো নারী স্বামীর জন্য মাত্র এক গ্লাস পানি দেন, তার জন্য এ কাজ এক বছরের ইবাদতের চেয়ে বেশি মহিমান্বিত।”
সূত্র:ওসাইলুল শিয়া, খণ্ড ২০, পৃষ্ঠা ১৭২



