জীবনযাপনকুরআন শিক্ষাধর্ম ও বিশ্বাসহাদিস
অভাবগ্রস্ত ঋণগ্রহীতাকে সময় দেওয়ার ফজিলত
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫

امام صادق علیهالسلام :
من أَنظرَ مُعسِراً كانَ لهَ علیَ اللهِ فی كُلِّ یَومٍ صَدَقَةٌ بِمثلِ ما لَهُ عَلَیهِ حتّی یَستوفِیَ حقَّه.
ইমাম সাদিক (আ.) বলেছেন:
যে ব্যক্তি কোনো গরিব বা অসচ্ছল ঋণগ্রহীতাকে (তার দেনা শোধ করার জন্য) সময় দেয়, আল্লাহ তাআলা তার জন্য প্রতিদিন সেই পরিমাণ সওয়াব লিখে রাখেন, যতটুকু তার কাছে পাওনা আছে। এই সওয়াব চলতে থাকে যতদিন না সে নিজের পাওনা ফেরত পায়।
ওসাইলুশ্শিয়া, খণ্ড ১৩, পৃষ্ঠা ১১৪