বিশ্ববিশেষ সংবাদ

প্রতিরোধই সার্বভৌমত্বের গ্যারান্টি, অস্ত্র সমর্পণ মানেই জাতীয়তা ধ্বংস: লেবাননের মুসলিম উলামা পরিষদ

রাসেল আহমেদ | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

প্রতিরোধই সার্বভৌমত্বের গ্যারান্টি, অস্ত্র সমর্পণ মানেই জাতীয়তা ধ্বংস: লেবাননের মুসলিম উলামা পরিষদ

মিডিয়া মিহির: লেবাননের শিয়া–সুন্নি আলেমদের সংগঠন মুসলিম উলামা পরিষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, দখলকৃত ভূখণ্ড মুক্ত না হওয়া, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া এবং বন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিরোধের অস্ত্র নিয়ে কোনো আলোচনা হতে পারে না।

সাম্প্রতিক বৈঠক শেষে এক বিবৃতিতে তারা সরকারের রাজনৈতিক তৎপরতা ও “অস্ত্র সমর্পণ” নাটককে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে। আলেমরা জানান, প্রতিরোধের অস্ত্র লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার গ্যারান্টি; অস্ত্র ত্যাগ মানেই জাতীয় ধ্বংস ডেকে আনা।

পরিষদ অভিযোগ তোলে, সরকার বিনিময় ছাড়াই এক ইসরায়েলি নাগরিককে ফেরত দিয়েছে, অথচ ইসরায়েলের কারাগারে এখনো ১৯ জন লেবাননি বন্দি রয়েছে। এ সিদ্ধান্তকে তারা “জাতীয় বিশ্বাসঘাতকতা” আখ্যা দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে।

তারা ইসরায়েলের প্রতিনিয়ত সীমান্ত লঙ্ঘন ও নতুন গ্রাম দখলের হুমকি উল্লেখ করে সতর্ক করে দিয়েছে, মার্কিন প্রস্তাবনাকে অবলম্বন করে চলা সরকারের জন্য আত্মঘাতী হতে পারে। পাশাপাশি, সেনাবাহিনীর শান্তি রক্ষার প্রতিশ্রুতি ও প্রতিরোধের পাশে অবস্থানকে স্বাগত জানিয়েছে।

বিবৃতির শেষে পরিষদ গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাহসী অভিযানের প্রশংসা জানিয়ে বলেছে, প্রতিরোধ এখনো দৃঢ় ও শক্তিশালী, এবং যেকোনো আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button