গাজায় দখলদার বাহিনীর হামলায় ৮২৮টি মসজিদ ধ্বংস, ২৩৩ ইমামের মৃত্যু
রাসেল আহমেদ | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫
মিডিয়া মিহির: অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে টানা ২২ মাসেরও বেশি সময় ধরে। নারী-শিশু নির্বিশেষে প্রতিদিনই বেড়ে চলেছে লাশের মিছিল। হামলা ও ধ্বংসযজ্ঞের মাত্রা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
আনাদোলু এজেন্সির তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান এ হামলায় এখন পর্যন্ত ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্মের প্রচারককে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। ধ্বংস করা হয়েছে ৮২৮টি মসজিদ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৬৭টি মসজিদ। পাশাপাশি গাজার তিনটি চার্চ ধ্বংস ও ২১ জন ফিলিস্তিনি খ্রিস্টানকে হত্যা করা হয়েছে।
গাজার মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতেহ জানান, ধর্মীয় কেন্দ্র ও নেতাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে, যাতে প্রতিরোধের কণ্ঠস্বর নীরব হয়ে যায়। ইমাম ও আলেমরা ফিলিস্তিনি সমাজে ঈমান জাগ্রত রাখা, জাতীয় পরিচয় সংহত করা ও সামাজিক ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের হত্যা ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের মাধ্যমে জনগণের মনোবল ভেঙে দেওয়ার পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও শেকড়ের সম্পর্ক মুছে ফেলার চেষ্টা চলছে।
তিনি সতর্ক করে বলেন, শতাব্দী প্রাচীন ধর্মীয় স্থাপনা ধ্বংসের এ ধারা ফিলিস্তিনের অস্তিত্ব ও সমষ্টিগত স্মৃতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে।



