ধর্ম ও বিশ্বাসজীবনযাপনবিশেষ সংবাদবিশ্বহাদিস

নবীদের মহৎ চারটি গুণ

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫

আল্লাহর প্রিয় নবীগণ সর্বদা উত্তম আচার-আচরণ ও নৈতিকতার আদর্শ ছিলেন। তাঁদের চরিত্রে চারটি বিশেষ গুণ উজ্জ্বলভাবে প্রকাশ পেয়েছে-

ارْبَعَةٌ مِنْ اخْلاقِ الاْنْبیا: الْبِرُّ وَ السَّخا وَ الصَّبْرُ عَلَى النّائِبَةِ وَ الْقِیامُ بِحَقِّ الْمُؤم

১.সদাচার ও নেকী করা – সর্বদা সৎকর্মে আগ্রহী হওয়া এবং মানুষের প্রতি কল্যাণ ছড়িয়ে দেওয়া।
২.উদারতা ও দানশীলতা – প্রয়োজনে নিজের সম্পদ, সময় ও সামর্থ্য আল্লাহর পথে ব্যয় করা।
৩.ধৈর্য ও সহনশীলতা – বিপদ, কষ্ট ও পরীক্ষার সময় স্থির থাকা এবং আল্লাহর ওপর ভরসা করা।
৪.ন্যায়বিচার প্রতিষ্ঠা – মুমিনদের হক আদায় করা এবং তাদের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করা।

এ চারটি গুণই নবীদের আদর্শ জীবন থেকে শিক্ষা নেওয়ার মূল দিক, যা মুমিনদের চরিত্র ও সমাজকে পরিপূর্ণতার পথে নিয়ে যায়।

সূত্র: আয়ানুশ-শিয়া, খণ্ড ১, পৃষ্ঠা ৬৭২ , ইমাম সাদিক আ. হতে বর্ণনা হয়েছে। 

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button