ইরান কখনোই মার্কিন আধিপত্যের কাছে নতিস্বীকার করবে না: আইআরজিসি উপ-কমান্ডার
রাসেল আহমেদ | প্রকাশ: ০৬ জানুয়ারী, ২০২৬
ইরান কখনোই মার্কিন আধিপত্যের কাছে নতিস্বীকার করবে না: আইআরজিসি উপ-কমান্ডার
মিডিয়া মিহির: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর উপ-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কঠোর সমালোচনা করে বলেছেন, ইরান কখনোই মার্কিন আধিপত্যের কাছে আত্মসমর্পণ করবে না।
মঙ্গলবার সকালে দেওয়া এক বক্তব্যে জেনারেল ওয়াহিদি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এক গভীর কৌশলগত অবক্ষয়ের পর্যায়ে প্রবেশ করেছে। তার ভাষায়, বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য ওয়াশিংটন যে সব রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কাঠামোর ওপর এতদিন নির্ভর করে এসেছে, সেগুলো ক্রমশ কার্যকারিতা হারিয়েছে। এই ব্যর্থতার ফলেই যুক্তরাষ্ট্র তার স্বার্থ বাস্তবায়নে বলপ্রয়োগ, যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং লুটপাটের পথ বেছে নিচ্ছে।
তিনি আরও বলেন, কোনো সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে অপহরণ করা কিংবা শহীদ কাসেম সোলাইমানিকে হত্যার মতো কর্মকাণ্ড মোটেও শক্তির প্রকাশ নয়; বরং এগুলো অপমানজনক আচরণ, নৈতিক দুর্বলতা এবং একটি শক্তির অবক্ষয়ের স্পষ্ট নিদর্শন।
আইআরজিসির এই শীর্ষ কর্মকর্তা বলেন, শহীদ সোলাইমানির নিরলস প্রচেষ্টা ও সংগ্রামের পরিণতি হিসেবে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ সংঘটিত হয়েছে। তার মতে, এই অভিযান বিশ্ববাসীর সামনে ইহুদিবাদী শাসনব্যবস্থার প্রকৃত চেহারা উন্মোচন করেছে এবং এর ফলে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে ঘৃণিত শাসনব্যবস্থাগুলোর একটি হিসেবে পরিগণিত হয়েছে।
জেনারেল ওয়াহিদি জোর দিয়ে বলেন, শত্রুপক্ষের ধারণার বিপরীতে শহীদ সোলাইমানির শাহাদাত ইরানকে দুর্বল করেনি। বরং এর মাধ্যমে ইরানি জাতি আরও সংহত ও শক্তিশালী হয়েছে, এবং সোলাইমানির আদর্শ ও পথ এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকরভাবে প্রতিরোধ আন্দোলনকে দিকনির্দেশনা দিচ্ছে।
বক্তব্যের উপসংহারে তিনি বলেন, ইরান তার শত্রুদের ভয় পায় না এবং কখনোই যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, অবিচলতা ও দৃঢ়তার মাধ্যমেই ভবিষ্যৎ ইরানি জাতির হবে, এবং শত্রুদের হুমকি ও বক্তব্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ হতে পারে না।



