বিশ্বধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদ

শহীদের রক্ত — কুদসের পথে আলোর মশাল ও উম্মতের বিজয়ের মূলধন

রাসেল আহমেদ | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

শহীদের রক্ত — কুদসের পথে আলোর মশাল ও উম্মতের বিজয়ের মূলধন: সাইয়্যেদ আব্দুলমালিক হুথি

মিডিয়া মিহির: ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আব্দুলমালিক হুথি বলেছেন, শহীদের রক্ত — কুদসের পথে আলোর মশাল ও উম্মতের বিজয়ের মূলধন, কুদসের পথে প্রাণ বিসর্জন দেওয়া তার সঙ্গীদের স্মরণে পাঠানো শোকবার্তার জবাবে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইরাকের “পরিবর্তন ও পুনর্গঠনের” সরকারের প্রধান ও আবু আলা আল-ওলাই প্রেরিত সেই বার্তার জবাবে হুথি শহীদদের শাহাদাতকে ইসলামী উম্মতের এক অনন্য গৌরব হিসেবে আখ্যায়িত করেন।

“কোরআনিক–শহীদ পরিষদ” শিরোনামে প্রকাশিত তাঁর আবেগময় চিঠিতে হুথি লিখেছেন— শহীদের পবিত্র রক্ত আমাদের বিজয়ের মূলধন, আমাদের আশার প্রদীপ। এই রক্ত ঝরেছে কুদসের মুক্তির পথে, এবং এটি আমাদের মহাজয়ের পথে দৃঢ় পদক্ষেপ। আমরা গর্বিত—কারণ আমাদের শহীদরা সেই মহাসম্মান অর্জন করেছেন, যা এই দুনিয়ায় সর্বোচ্চ মর্যাদা—শাহাদাত।”

তিনি দৃঢ় কণ্ঠে উল্লেখ করেন—জায়নিস্ট দখলদাররা এখনো ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের ওপর বর্বরতা চালিয়ে যাচ্ছে। তাই ইসলামী উম্মতের প্রতিটি অংশকে, প্রতিটি ফ্রণ্টকে জাগ্রত হয়ে জিহাদ চালিয়ে যেতে হবে। এ লড়াই থেমে থাকার নয়, এ লড়াই চলবে যতদিন না কুদস মুক্ত হয়।”

এ লড়াই থেমে থাকার নয়, এ লড়াই চলবে যতদিন না কুদস মুক্ত হয়।”

চিঠির শেষাংশে হুথি নবী করিম (সা.)-এর জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং ফিলিস্তিনি জনগণ—বিশেষ করে গাজাবাসীর—জন্য মুক্তি, বিজয় ও ধৈর্যের দোয়া করেন।

চিঠির তারিখ: ১০ রবিউল–আউয়াল ১৪৪৭ হি., ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।

আরও পড়ুন

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button