বিশ্বSlider

ইয়েমেনে বেসামরিক অবকাঠামোর উপর মার্কিন হামলা

ইয়েমেনে বেসামরিক অবকাঠামোর উপর মার্কিন হামলা

গতকাল শুক্রবার সকালে মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনের সানা, হোদাইদাহ, আল-জাওফ, আমরান ও সা‘দা প্রদেশে একাধিক আক্রমণ চালিয়েছে। ইয়েমেনি সূত্রে জানানো হয়েছে, মার্কিন বাহিনী দেশটিতে তাদের আগ্রাসী ও মার্কিন সামরিক বাহিনী করেছে। আল-মাসিরাহ নিউজ নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী সানা প্রদেশের সানহান জেলার জারবান এলাকায় চারটি বিমান হামলা চালায়। এর এক ঘণ্টা পর, ইয়েমেনের রাজধানীতে অবস্থিত আল-মাসিরাহ নেটওয়ার্কের সংবাদদাতা জানান, মার্কিন যুদ্ধবিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস বিভাগে হামলা করেছে।

আল-মাসিরাহ নেটওয়ার্কের ধারাবাহিক প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরটি বারবার মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এ ছাড়া কয়েক মিনিট পর, সা‘দা প্রদেশে আল-মাসিরাহর সংবাদদাতা আবারো জানান, মার্কিন বাহিনী আল-সাফরা জেলার আল-আসায়েদ এলাকায় পাঁচটি এবং আল-সালেম জেলায় দুটি বিমান হামলা চালিয়েছে। এছাড়াও, হোদাইদাহ প্রদেশের আল-লিহিয়া জেলায় তিনটি হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনি সূত্রগুলি উল্লেখ করেছে যে, মার্কিন বাহিনী সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করার দাবি করলেও বাস্তবে দেশটির বিভিন্ন অঞ্চলে বেসামরিক অবকাঠামো ও বাসস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল-মাসিরাহ নিউজ নেটওয়ার্ক জানায়, আল-জাওফ প্রদেশের আল-হুমায়দাত শহরেও মার্কিন বাহিনী তিনবার আক্রমণ চালিয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, শুক্রবার ভোরে মার্কিন সেনাবাহিনী ইয়েমেনের সানা, সা‘দা, হোদাইদাহ ও আল-জাওফ প্রদেশে মোট ১৭টি বিমান হামলা পরিচালনা করে। এর পরপরই, আল-মাসিরাহ নেটওয়ার্ক রিপোর্ট করে যে, আমরান প্রদেশের হারফ সুফিয়ান শহরের আল-জাবাল ও আল-আসওয়াদ এলাকায় মার্কিন বাহিনী আটটি হামলা চালায়। এছাড়াও, মার্কিন বিমান হামলায় শহরটির যোগাযোগ ব্যবস্থা পাঁচবার আক্রান্ত হয়ে হয়েছে।

আমরান প্রদেশের আল-মাসিরাহ সংবাদদাতার বরাত দিয়ে বলা হয়েছে, আল-লাবদা, আল-আমশিয়া, হাবাশা, আল-আদি, আল-আবলা এবং আল-জাবাল আল-আসওয়াদ এলাকায় মার্কিন বাহিনী ১৯ বার হামলা চালিয়েছে। উল্লেখ্য, ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইসরায়েলি সরকারের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলিকে সহায়তা প্রদানের অজুহাতে ইয়েমেনে মার্কিন বিমান হামলা পুনরায় তীব্রতা পায়।

আরো পড়ুন..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button