হযরত আব্দুল আজীম হাসানী (আ.) এর মাজার জিয়ারতের ফজিলত
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ:২৭ সেপ্টেম্বর ২০২৫
মিডিয়া মিহির:ইমাম হাদী (আ.) বলেছেন, হযরত আব্দুল আজীম হাসানী (আ.) এর মাজার জিয়ারত করার মহিমা অসাধারণ। যারা এটি করেন, তারা এমন একজন ব্যক্তির সমতুল্য হয় যিনি হুসাইন ইবনে আলী (আ.) কে জিয়ারত করেছেন।
ইমাম হাদী (আ.) বলেছেন:
أمّا إنّک لَو زُرتَ قَبرَ عَبدِ العَظیمِ عِندَکم لَکنتَ کمَن زارَ الحُسَینَ بنَ عَلِیِّ (ع)
হাদিসের সারাংশ
ইমাম হাদী (আ.) একটি রেই শহরের বাসিন্দার প্রতি বলেছিলেন:
যদি তুমি তোমাদের শহরে থাকা হযরত আব্দুল আজীম (আ.) এর কবর(মাজার) জিয়ারত করো, তবে তুমি সেই ব্যক্তির সমতুল্য যে হুসাইন ইবনে আলী (আ.) কে জিয়ারত করেছে।”
— মিজানুল হিকমা, হাদিস ৭৯৮৪
ব্যাখ্যা
১. এই হাদিসটি আমাদেরকে জানায় যে হযরত আব্দুল আজীম হাসানীর (আ.) মাজারের জিয়ারত কত বড় নেকি ও ফজিলতের উৎস।
২. স্থান বা দূরত্বের অপ্রাধান্য; যারা অন্তরে ভক্তি ও ইমান নিয়ে মাজার জিয়ারত করেন, তারা মহান ব্যক্তি ও ইমামদের সমানে পৌঁছান।
৩. এটি শায়েস্তা করে বোঝায় যে আল্লাহর নিকট নেক কাজের মূল্য শুধুমাত্র আকার বা স্থান দ্বারা নির্ধারিত হয় না।



