গাজায় ইসরায়েলের নতুন হামলায় প্রাণ গেল ২০০ শিশুর।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় জোরালো বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নতুন করে শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত ২০০ শিশু শহীদ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মিডিয়া মিহির আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল (ইউনিসেফ)-এর মুখপাত্র টেস ইনগ্রাম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরাকে জানান যে, ”ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্রের নতুন হামলায় দু’শর বেশি শিশু নিহত হয়েছে।”
টেস ইনগ্রাম আরো বলেন, “ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্রের হামলার ফলে গাজার হাজার হাজার বাসিন্দা অবিরাম স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছেন।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৭২ ঘন্টায় ইসরায়েলের হামলায় ৫৯১ জন শহীদ হয়েছেন । এ ছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরো ১০৪২ জন। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস।
মিডিয়া মিহির/বিশ্ব/মুহাম্মাদ রুস্তম আলী