ইয়েমেনি সেনাবাহিনী জেরুজালেমের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫
মিডিয়া মিহির: ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সরে’ই’ এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে, দেশটির সামরিক বাহিনী “ফিলিস্তিন ২” হাইপারসনিক ব্যালিস্টিক ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দখলকৃত জেরুজালেমের কয়েকটি সংবেদনশীল লক্ষ্যভেদে হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “আল্লাহর কৃপায় ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে আঘাত হেনেছে এবং এতে লাখ লাখ ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে পালিয়েছে।”
ইয়াহইয়া সরে’ই’ আরও জানান, ইয়েমেনি সেনাবাহিনী গাজার বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে পর্যবেক্ষণ করছে। তারা পুনরায় জোর দিয়ে বলেন যে, আল্লাহর সাহায্যে এবং প্রতিরোধ বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা সকল ঘটনা বিশেষত ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজার অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো মনিটর করছে। তারা এই ফলাফলের ভিত্তিতে মাঠ পর্যায়ে এমন পদক্ষেপ নেবে যা পালেস্টিনের দাসপ্রায় জনগণের অধিকার ও চাওয়া পূরণের দিকে সহায়ক হবে।
বিবৃতির শেষে ইয়াহইয়া সরে’ই’ আবারও জোর দিয়ে বলেন যে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সেনাবাহিনীর প্রতিরোধী অভিযান অব্যাহত থাকবে।



