Sliderধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদ

ইমাম আলী (আ.)-এর পবিত্র রওজা মোবারকে প্রথম শবে কদরের রাত্রি জাগরণ

ইমাম আলী (আ.)-এর পবিত্র রওজা মোবারকে প্রথম শবে কদরের রাত্রি জাগরণ

১৯ রমজানের রাত বা প্রথম শবে কদরে ইমাম আলী (আ.)-এর পবিত্র রওজা মোবারক প্রাঙ্গণ ভক্তদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল।

ইমাম আলী (আ.)-এর পবিত্র রওজা মোবারকে প্রথম শবে কদরের রাত্রি জাগরণ

মিডিয়া মিহির/ধর্ম ও বিশ্বাস ডেস্ক : রমজান মাসের ১৯তম রাত, যা প্রথম লাইলাতুল কদর এবং আমিরুল মুমিনিন আলী (আ.)-এর উপর আঘাতের রাত হিসেবে পরিচিত। শবে কদরের আমল ছাড়াও এ রাতে রয়েছে বিশেষ কিছু আমল। মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আত্মশুদ্ধির দিকে নিজেকে পরিচালিত করা ও  এই বরকতময় রাত থেকে উপকৃত হতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই পবিত্র স্থানে উপস্থিত হয়েছেন লাখো যিয়ারতকারী।

 

এ দিবস উপলক্ষে রওজার আলোকসজ্জা ও ঝাড় বাতিগুলো রক্তিম বর্ণে রঞ্জিত করা হয়েছে এবং নাজাফের ইওয়ানে শোকের পতাকা উত্তোলন করা হয়েছে।

ইমাম আলী (আ.)-এর পবিত্র রওজা মোবারকে প্রথম শবে কদরের রাত্রি জাগরণ

 

ইমাম আলী (আ.)-এর পবিত্র রওজা মোবারকে প্রথম শবে কদরের রাত্রি জাগরণ

 

মিডিয়া মিহির/ধর্ম ও বিশ্বাস/মুহাম্মদ রুস্তম আলী

আরো পড়ুন..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button