জাতিসংঘে ট্রাম্পের হুমকির নিন্দা জানাল ইরান
জাতিসংঘে ট্রাম্পের হুমকির নিন্দা জানাল ইরান তেহরানের বিরুদ্ধে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিগুলোকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি।
তিনি বলেন, “আমাদের দেশের বিরুদ্ধে জোরপূর্বক মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান ও নিন্দা করছি এবং এধরণের মন্তব্যকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন হিসেবে বিবেচনা করি।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “[মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের] যেকোনো আক্রমণাত্মক কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতির ব্যাপারে আমরা সতর্ক করছি। এ জাতীয় কোনো পদক্ষেপের বিরূপ প্রতিক্রিয়ার জন্য সম্পূর্ণ দায় ওয়াশিংটনের ওপর বর্তাবে।”
-মিডিয়া মিহির আন্তর্জাতিক ডেস্ক