শীত আর নিস্তব্ধতার ঋতু নয়; এটি মুমিনের আত্মার জাগরণের বসন্ত।
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬
শীত আর নিস্তব্ধতার ঋতু নয়; এটি মুমিনের আত্মার জাগরণের বসন্ত।
মিডিয়া মিহির: ইমাম জাফর সাদিক (আ.) শীতকে মুমিনের জন্য এক অনন্য সুযোগের ঋতু হিসেবে বর্ণনা করেছেন—যেখানে দীর্ঘ রাত ইবাদতের প্রশান্তি এনে দেয় এবং সংক্ষিপ্ত দিন রোজার অনুশীলনকে সহজ করে তোলে।
শীত আর ক্লান্তি বা জড়তার ঋতু নয়; এটি মুমিনের জন্য এক নবজাগরণের বসন্ত। ইমাম জাফর সাদিক (আ.) এই ঋতুর লুকিয়ে থাকা সোনালি সুযোগগুলোর দিকে ইঙ্গিত করে ঈমানি উন্নতির জন্য একটি বাস্তবমুখী পথনির্দেশ দিয়েছেন।
শীতের প্রথম দিন উপলক্ষে ইমাম সাদিক(আ.)এক হাদিসে এই মাসে ইবাদতের বিশেষ গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন:
الشِّتَاءُ رَبِیعُ الْمُؤْمِنِ یَطُولُ فِیهِ لَیْلُهُ فَیَسْتَعِینُ بِهِ عَلَی قِیَامِهِ وَ یَقْصُرُ فِیهِ نَهَارُهُ فَیَسْتَعِینُ بِهِ عَلَی صِیَامِهِ
শীত হলো মুমিনের বসন্ত; এর দীর্ঘ রাত তাকে কিয়ামুল লাইলের শক্তি জোগায়, আর এর সংক্ষিপ্ত দিন তাকে রোজা পালনে সহায়তা করে — ওসাইলুশ শিয়া, খণ্ড ১০, পৃষ্ঠা ৪১৪
এই বাণী মুমিনকে স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির প্রতিটি পরিবর্তনই আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের নতুন সুযোগ।



