ধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদবিশ্ব

“সত্যের বিজয় অনিবার্য, মিথ্যা ধ্বংস হবেই”— আয়াতুল্লাহ খামেনেয়ীর বার্তা

রাসেল আহমেদ | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি বৃহস্পতিবার এক বার্তায় শহীদদের ত্যাগকে জাতির শক্তি ও জাগরণের উৎস হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শহীদ হওয়া সংগ্রামের প্রকৃত পুরস্কার এবং আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী সত্যেরই শেষপর্যন্ত বিজয় হবে।

বার্তাটি নিম্নরুপ:

বিসমিল্লাহির রহমানির রহিম,

এ বছর পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ এক নব রূপ ও মহিমা অর্জন করেছে। ইসলামী প্রতিরোধের পথে শহীদ হওয়া বিশিষ্ট ব্যক্তিত্বদের রক্ত এবং বিভিন্ন স্থানে বীরত্বের সঙ্গে লড়াই করে জীবন উৎসর্গ করা সাহসী তরুণদের ত্যাগে এ সপ্তাহ আরও গৌরবোজ্জ্বল হয়েছে।

শাহাদাত হলো সংগ্রামের প্রকৃত পুরস্কার—হোক তা আট বছরের প্রতিরক্ষা যুদ্ধ, বীরোচিত বারো দিনের লড়াই, কিংবা লেবানন, গাজা ও ফিলিস্তিনের ময়দানে। জাতিসমূহ এই সংগ্রামের মধ্য দিয়েই শক্তি ও বিকাশ লাভ করে, আর শহীদদের ত্যাগের মাধ্যমেই তারা মর্যাদা ও আলোকপ্রাপ্ত হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমরা যেন আল্লাহর সেই অঙ্গীকারে অটল বিশ্বাস রাখি যে সত্যেরই বিজয় হবে এবং মিথ্যা নিশ্চিহ্ন হবে। পাশাপাশি আমাদের দায়িত্ব পালন করতে হবে—আল্লাহর দ্বীনকে সমর্থন ও শক্তিশালী করার কাজে অবিচল থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button