বিশ্ববাংলাদেশবিশেষ সংবাদ

বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের অগ্রগতি নিয়ে কুয়েতি সমাজসেবক ঈসা আশকানানির সঙ্গে ড. আলীজাদে মুসাভির বৈঠক

রাসেল আহমেদ | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫

মিডিয়া মিহির: কুয়েতেরপ্রখ্যাত লেখক, গবেষক ও সমাজসেবক অধ্যাপক ঈসা আশকানানি সম্প্রতি বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি দপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম ড. সাইয়্যেদ মাহদী আলীজাদে মুসাভি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় ইরানের ধর্মীয় নগরী কোমের প্রতিনিধি দপ্তরে। উভয় পক্ষ এতে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় অধ্যাপক আশকানানি বাংলাদেশের শিয়া সমাজের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার ক্ষেত্রে কুয়েত ও বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

হুজ্জাতুল ইসলাম ড. আলীজাদে মুসাভি তাঁর বক্তব্যে কুয়েতসহ ইসলামি বিশ্বের প্রভাবশালী দাতব্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশে শিয়া সংস্কৃতি, শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমের বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রস্তাবও দেন।

সাক্ষাতে দুই পক্ষ ধর্মীয় ও শিক্ষামূলক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিয়ে একমত হন।

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button