বাংলাদেশবিশেষ সংবাদ
শোক সংবাদ: মুবাল্লিগে আহলে বাইত (আ.) জনাব মঞ্জরুল ইসলামের পরলোকগমন

মিডিয়া মিহির গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, নড়াইল নিবাসী অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠাবান ও সেবাপরায়ণ বিশিষ্ট মুবাল্লিগে আহলে বাইত (আ.) মো. মঞ্জুরুল ইসলাম আজ (২৮ আগস্ট) বেলা ১টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে পরলোকগমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ছিলেন একজন আদর্শবান, সৎ ও ধর্মনিষ্ঠ ব্যক্তিত্ব। তাঁর আকস্মিক প্রয়াণে আমরা এক অপূরণীয় ক্ষতি ও শূন্যতা অনুভব করছি।
মারহুমের বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনায় সকলের নিকট একবার সূরা ফাতিহা ও তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি।
পরিবারের সকল শোকসন্তপ্ত সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা তাঁকে বেহেশতে আহলে বাইতের (আ.) সঙ্গে মাহশুর করুক।