মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলকে রক্ষা করে, আরবদের নয়: ইয়েমেনের প্রেসিডেন্ট
রাসেল আহমেদ | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলকে রক্ষা করে, আরবদের নয়। এসব ঘাঁটি আরবদের জন্যই হুমকি স্বরূপ
মিডিয়া মিহির: ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত অভিযোগ করেছেন যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আরব দেশগুলোর সুরক্ষার জন্য নয়, বরং ইসরায়েলি শাসন ব্যবস্থাকে রক্ষার জন্য স্থাপিত হয়েছে। তিনি সতর্ক করেছেন যে এসব ঘাঁটি আরবদের জন্যই হুমকি স্বরূপ।
“২১ সেপ্টেম্বর বিপ্লব” বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে আল-মাশাত বলেন, “অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো আপনাদের সুরক্ষার জন্য নয় যেমন অনেকে ভুল করে মনে করেন; বরং এগুলো আপনাদের বিরুদ্ধেই ব্যবহৃত হবে।” তিনি উল্লেখ করেন, এসব ঘাঁটি আরব রাষ্ট্রের জন্য নিরাপত্তার বদলে সরাসরি হুমকি তৈরি করছে।
তিনি আরও বলেন, ইয়েমেন প্রতিদিন দখলদার ইসরায়েলি সত্তার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর হামলার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রকাশ ঘটাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের শহিদদের রক্ত বৃথা যাবে না; এটি আল্লাহর পথে এবং ফিলিস্তিনি ভাইদের সমর্থনে ঝরছে।”
আল-মাশাত পুনর্ব্যক্ত করেন যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী “অপরাধী জায়নবাদী শাসনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর হামলা চালাবে” এবং চলমান সামরিক অভিযান অব্যাহত রাখবে।
আরব নেতাদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “কাতারের বিরুদ্ধে জায়নবাদী আগ্রাসনই ছিল স্পষ্ট বার্তা—পরবর্তী লক্ষ্য তোমরাও হতে পারো।” তিনি যোগ করেন, “শত্রু কেবল শক্তির ভাষা বোঝে; মাথা নত করলে বা চুপ থাকলে নিরাপত্তা মিলবে না।”