বিশ্বজীবনযাপনবিশেষ সংবাদ

জাতিসংঘে নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রীর কঠোর ভাষণ: সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ফিলিস্তিনে গণহত্যার নিন্দা

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

মিডিয়া মিহির:জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের অংশে দেওয়া ভাষণে নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস মনকাদা লাতিন আমেরিকা ও তৃতীয় বিশ্বের দেশগুলোর বিরুদ্ধে চলমান সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি কিউবা ও ভেনেজুয়েলার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অবরোধ এবং একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপকে “মানবতার বিরুদ্ধে অপরাধ” বলে অভিহিত করেন এবং বলেন, এসব পদক্ষেপ বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও জনগণের কল্যাণকে বিপন্ন করছে। তিনি ঐতিহাসিক বিপ্লবী ঐক্যের কথা উল্লেখ করে বলেন,লাতিন আমেরিকার বীরদের উত্তরসূরি ও বিজয়ী বিপ্লবের সন্তান হিসেবে আমরা কিউবা ও ভেনেজুয়েলার প্রতি পূর্ণ ও নিঃশর্ত সংহতি ঘোষণা করছি।

মনকাদা মাদক চোরাচালান ইস্যুতে দরিদ্র দেশগুলোর বিরুদ্ধে “ভিত্তিহীন অভিযোগ ও রাজনৈতিক অপপ্রচার”কে নিন্দা জানিয়ে মন্তব্য করেন, এই সংকটের কেন্দ্র ধনী রাষ্ট্র ও ভোক্তা বাজারগুলো হলেও উৎপাদনের দায় চাপানো হয় উন্নয়নশীল দেশগুলোর ওপর। তিনি সতর্ক করে বলেন ,মানবিক যন্ত্রণা এখন বাণিজ্য ও শোষণের অস্ত্রে পরিণত হয়েছে। তিনি এসব অজুহাত ব্যবহার করে সামরিক হস্তক্ষেপ, আগ্রাসনের হুমকি ও দখলদারিত্বের নীতি প্রত্যাখ্যান করেন এবং একে বৈশ্বিক শান্তির জন্য হুমকি হিসেবে তুলে ধরেন।

ফিলিস্তিন প্রসঙ্গে কঠোর অবস্থান

ভাষণের এক পর্যায়ে মনকাদা ফিলিস্তিনে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে বলেন,
আমরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সিয়োনিস্ট শাসনের গণহত্যা ও নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। তিনি আরও যোগ করেন, আমরা ওই শাসনকে সমর্থনকারী ঔপনিবেশিক, সাম্রাজ্যবাদী ও ফ্যাসিস্ট শক্তিগুলোকেও নিন্দা করছি।

মানবিক সংকটকে আধিপত্যের হাতিয়ার হিসেবে ব্যবহার

নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ক্ষুধা, অপুষ্টি ও পরিবার–নারী–শিশু–প্রবীণদের প্রতি অবহেলাকে আধিপত্যের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি একে নির্বাসন ও গণবিনাশের নতুন রূপ হিসেবে অভিহিত করেন।

নিকারাগুয়ার বিপ্লবী অবস্থান পুনর্ব্যক্ত

ভাষণের শেষাংশে তিনি বলেন, নিকারাগুয়া ও সান্দিনিস্তা গণবিপ্লব নিজেদেরকে পৃথিবীর সব স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার সংগ্রামের অংশ হিসেবে গণ্য করে। আমরা জানি— আমরা না বিক্রি হব, না কখনও আত্মসমর্পণ করব।

আরও পড়ুন 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button