ঘুমন্ত কাফেলার যাত্রী: সময় ও গাফিলতির বিষয়ে ইমাম আলী (আ.)-এর সতর্কবাণী
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫
মিডিয়া মিহির: জীবনের প্রতিটি ক্ষণ এক একটি যাত্রাপথ, অথচ মানুষ প্রায়ই ভুলে যায় যে, সে আসলে এক চলমান কাফেলার যাত্রী—যাকে সময় নিরন্তর এগিয়ে নিয়ে যাচ্ছে তার শেষ গন্তব্যের দিকে। ইমাম আলী (আঃ) নাহজুল বালাগার হিকমত ৬৪-এ এই গভীর সত্যকে এক সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী উপমায় প্রকাশ করেছেন—যেখানে তিনি দুনিয়ার গাফিল মানুষদের তুলনা করেছেন ঘুমন্ত যাত্রীদের সঙ্গে।
الحِکْمَةُ ٦٤: أَهْلُ الدُّنْيَا كَرَكْبٍ يُسَارُ بِهِمْ، وَهُمْ نِيَامٌ.
দুনিয়ার মানুষ এক এমন যাত্রীদল, যাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে—কিন্তু তারা নিদ্রামগ্ন। ইমাম আলী (আঃ)-এর এই কথা মানবজীবনের বাস্তবতাকে অত্যন্ত চিত্রময়ভাবে তুলে ধরে। পৃথিবীর জীবন এক অদৃশ্য যাত্রাপথ, যার অন্তিম প্রান্তে আছে মৃত্যু—অর্থাৎ অনন্ত জীবনের দ্বার। কিন্তু বেশিরভাগ মানুষ এই যাত্রার প্রকৃতি ভুলে যায়; তারা দুনিয়ার চাকচিক্য, অর্থ ও ভোগবিলাসের মোহে নিমগ্ন থাকে, যেন যাত্রাপথেই তারা স্থায়ী আবাস গড়ে ফেলেছে।
ইমাম (আ.) বলেন, এরা সেই যাত্রীর মতো, যে উটের পিঠে ঘুমিয়ে আছে—আর কাফেলা ধীরে ধীরে মরুভূমি পেরিয়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। যখন মৃত্যুর হুঙ্কার কানে বাজে, তখনই তারা জেগে ওঠে—কিন্তু তখন আর কিছুই করার অবকাশ থাকে না। এমনই আরেক হাদিসে নবী করিম (সা.) বলেছেন:
«النّاسُ نِيامٌ فَإِذا ماتُوا انْتَبَهُوا»
মানুষ ঘুমিয়ে আছে; যখন তারা মরে, তখনই জেগে ওঠে।”
মানুষের জীবন: এক ক্ষণস্থায়ী বাজার
ইমাম আলী (আঃ)-এর ব্যাখ্যায়, মানুষ যেন এক ব্যবসায়ী, যার মূলধন হলো সময়—দিন, রাত, ঘণ্টা ও নিশ্বাস। দুনিয়া সেই বাজার যেখানে এই মূলধন বিনিয়োগ করার সুযোগ আছে। কিন্তু যদি মানুষ ঘুমিয়ে থাকে, উদাসীন থাকে, তবে বাজার ফুরিয়ে যায়—মূলধন হারায়, আর লাভের আশা বিলীন হয়।
এক কবি এই অবস্থাকে সুন্দরভাবে বলেছেন—
سرمایه ز کف رفت و تجارت ننمودیم
جز حسرت و اندوه متاعی نخریدیم
হাতের মূলধন হারিয়ে ফেললাম, ব্যবসা করলাম না;
শেষে পেলাম শুধু আফসোস ও বেদনার বোঝা।
ইমাম আলী (আ.)-এর ওসিয়াতের আরেক অনুরণন
ইমাম আলী (আ.) তাঁর পুত্র ইমাম হাসান (আ.)-কে উপদেশ দিতে গিয়ে বলেন:
«وَاعْلَمْ أَنَّ مَنْ كَانَ مَطِيَّتُهُ اللَّيْلَ وَالنَّهَارَ فَإِنَّهُ يُسَارُ بِهِ وَإِنْ كَانَ وَاقِفاً»
জেনে রেখো, যার বাহন দিন ও রাত—সে চলছেই, যদিও সে স্থির মনে করে।”
এই বাণী যেন হিকমত ৬৪-এর প্রতিধ্বনি। সময় থেমে থাকে না, দিন ও রাত নিরবচ্ছিন্নভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে শেষ গন্তব্যের দিকে। মানুষ যদি জাগ্রত না হয়, তবে সে অচেতনভাবে মৃত্যুর পথে অগ্রসর হবে—যেমন ঘুমন্ত যাত্রী চলে যায় অনন্ত মরুভূমিতে।
ইমাম আলী (আ.)-এর এই সতর্কবাণী শুধু ধর্মীয় নির্দেশ নয়, এটি জীবনের গভীর দার্শনিক সত্যও বটে। সময়কে অবহেলা মানে জীবনকে হারানো; গাফিলতি মানে আত্মাকে ঘুম পাড়ানো। জীবন এক যাত্রা—আর সময় তার একমুখী পথ। যারা জেগে ওঠে, তারাই পায় চিরজীবনের আলো; আর যারা ঘুমিয়ে থাকে, তারা পৌঁছে যায় শূন্য হাতে—অন্তহীন অনুতাপের দেশে।
পাদটীকা
(১) বিহারুল আনোয়ার , খণ্ড ৪, পৃষ্ঠা ৪৩; এবং মাজমুয়ে ওরাম, খণ্ড ১, পৃষ্ঠা ১৫০।



