জীবনযাপনধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদবিশ্ব

শরিয়তের দৃষ্টিতে:বিনোদন ও ভ্রমণ কি স্ত্রীর জন্য ফরজ ভরণপোষণের অন্তর্ভুক্ত?

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫

মিডিয়া মিহির: ইসলামী ফিকহে স্ত্রী-নাফাকার পরিধি নিয়ে এক সাম্প্রতিক استفتاء–এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট করেছেন যে বিনোদন, ভ্রমণ বা কর্মস্থলে যাতায়াতের মতো ব্যয় স্বয়ংক্রিয়ভাবে নাফাকার অন্তর্ভুক্ত নয়; তবে স্ত্রীর সামাজিক মর্যাদা ও জীবনযাত্রার মান অনুযায়ী প্রয়োজনীয় ব্যয়ভার স্বামীর ওপরই বর্তায়।

 ‘স্ত্রীর জন্য বাধ্যতামূলক নফকার ক্ষেত্রসমূহ’ সম্পর্কে একটি استفتاء–এর জবাব প্রদান করেছেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী।আগ্রহীদের জন্য সেই জবাব প্রকাশ করা হলো।

প্রশ্ন:বিনোদন, ভ্রমণ, কর্মস্থলে যাতায়াতের খরচ এবং আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ রক্ষার ব্যয়—এসব কি স্ত্রীর জন্য বাধ্যতামূলক নফকার অন্তর্ভুক্ত?

উত্তর:উল্লিখিত বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে স্ত্রীর বাধ্যতামূলক নাফাকার অংশ নয়; তবে তার সামাজিক মর্যাদা ও সমমানের নারীদের জীবনযাত্রার মান অনুযায়ী যে ব্যয়সমূহ প্রয়োজনীয় বলে গণ্য হয়, সেগুলোর দায়িত্ব স্বামীর ওপরই বর্তায়।

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button