ইতিহাসবিশেষ সংবাদবিশ্ব
‘তুফানুল আকসা অভিযান’ ছিল দশকের পর দশক ধরে চলা গণহত্যার প্রতিক্রিয়া: ইসলামিক জিহাদ
রাসেল আহমেদ | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫
মিডিয়া মিহির: ইরানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধি নাসের আবু শরীফ বলেছেন, “তুফানুল আকসা (আল-আকসা ফ্লাড) অভিযান কোনো একক ঘটনার প্রতিক্রিয়া নয়; বরং এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে দশকের পর দশক ধরে চলা পরিকল্পিত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির জবাবে এক ঐতিহাসিক প্রতিরোধ।”
আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে, অভিযানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আবু শরীফ বলেন, ইসলামিক জিহাদসহ সব ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনই আলোচনার প্রক্রিয়ায় হামাসের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে।
তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, “তিনি ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন, অথচ ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি বহু বছর ধরে ইসরায়েলের কারাগারে বন্দি অবস্থায় আছে।”
আবু শরীফ গাজার ওপর আন্তর্জাতিক তত্ত্বাবধান বা কোনো বিশেষ কমিশনার নিয়োগের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেন, “এ ধরনের সিদ্ধান্ত একান্তই ফিলিস্তিনিদের এখতিয়ারভুক্ত বিষয়, বহিরাগত কারও নয়।”
তিনি আরও জোর দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে দৃঢ় ও বাস্তবসম্মত নিশ্চয়তা পাওয়া জরুরি এবং এ নিয়ে যে কোনো আলোচনা মিসরে অনুষ্ঠিত হওয়া উচিত।
ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গাজায় চলমান যুদ্ধের কারণে দেশটি এখন ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি। গত দুই বছরে, অর্থাৎ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষের পর থেকে, ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি হামলা বা তাদের আরোপিত অবরোধজনিত অনাহারে প্রাণ হারিয়েছেন।



