হাদিস

পাপের কারণে অনুগ্রহের ক্ষয়

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫

মিডিয়া মিহির: আমীরুল মু’মিনীন ইমাম আলী (আ.) এক গভীর সত্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন:

امیرالمؤمنین امام علی علیه‌السلام: ما زالَتْ نِعمَةٌ و لا نَضارَةُ عَيشٍ إلاّ بِذُنوبٍ اجتَرَحُوا، إِنَّ اللّهَ لَيسَ بِظَلاَّمٍ لِلعَبيدِ

জীবনের কোনো আনন্দ, কোনো নৈসর্গিক দান, কোনো শান্তিময় মুহূর্ত এমনভাবে হারিয়ে যায়নি—যার পেছনে মানুষের নিজের পাপ নেই। আল্লাহ কখনোই তাঁর বান্দাদের প্রতি অন্যায় করেন না।”

এই বাণী আমাদের শেখায়—জীবনের প্রতিটি সৌন্দর্য, প্রতিটি অনুগ্রহ, প্রতিটি শান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে এক মহান উপহার। কিন্তু যখন মানুষ নিজের কর্মে সীমা লঙ্ঘন করে, পাপের পথে পা বাড়ায়, তখন সেই অনুগ্রহ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়।

 পাপ শুধু আত্মাকে কলুষিত করে না, বরং তা জীবনের শান্তি, সফলতা ও আল্লাহর রহমতকেও দূরে সরিয়ে দেয়।  আল্লাহ সুবিচারক—তিনি কাউকে বিনা কারণে বঞ্চিত করেন না। বরং মানুষ নিজেই নিজের ভাগ্যকে গড়ে তোলে, কিংবা নষ্ট করে।

এই বাণী আমাদের আত্মসমীক্ষার আহ্বান জানায়। আমরা যদি জীবনের অনুগ্রহ ধরে রাখতে চাই, তবে আমাদের উচিত পাপ থেকে বিরত থাকা, আত্মশুদ্ধির পথে চলা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।

সূত্র: আল-খিসাল, পৃষ্ঠা ৬২৪, হাদিস ১০ 

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button