পিতা-মাতার প্রতি ভালোবাসা: জান্নাত প্রাপ্তির সহজ পথ
রাসেল আহমেদ | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

পিতা-মাতার প্রতি ভালোবাসা: জান্নাত প্রাপ্তির সহজ পথ
মিডিয়া মিহির: ইসলাম ধর্মে পিতা-মাতার প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা শুধু একটি নৈতিক কর্তব্য নয়; বরং তা ইবাদতের স্তরে উন্নীত হয়েছে। আল্লাহ্ তায়ালা কুরআনে সর্বত্র তাঁর তাওহিদের ঘোষণা ও আনুগত্যের সঙ্গে সঙ্গে পিতা-মাতার হক্বের প্রতি গুরুত্ব আরোপ করেছেন।
কুরআনের আলোকে পিতা-মাতার মর্যাদা
পবিত্র কুরআনে আল্লাহ্ তায়ালা ইরশাদ করেছেন,
﴿وَقَضىٰ رَبُّكَ أَلّا تَعبُدوا إِلّا إِيّاهُ وَبِالوالِدَينِ إِحسانًا ۚ إِمّا يَبلُغَنَّ عِندَكَ الكِبَرَ أَحَدُهُما أَو كِلاهُما فَلا تَقُل لَهُما أُفٍّ وَلا تَنهَرهُما وَقُل لَهُما قَولًا كَريمًا وَاخفِض لَهُما جَناحَ الذُّلِّ مِنَ الرَّحمَةِ وَقُل رَبِّ ارحَمهُما كَما رَبَّياني صَغيرًا﴾
“তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তাঁকে ছাড়া আর কারও ইবাদত কোরো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে একজন বা উভয়েই যদি বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে ‘উহ্’ বলো না এবং তাদের ধমক দিও না। বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। আর দয়া করে তাদের প্রতি নম্রতার ডানা ঝুঁকিয়ে দাও এবং বলো, ‘হে আমার প্রতিপালক! তাঁদের প্রতি দয়া করো, যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।’” [সূরা বনী ইসরাঈল, আয়াত: ২৩-২৪]
রাসুলুল্লাহ (সা.) ও আহলে বাইত (আ.)-এর হাদীসসমূহ
রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
«نَظَرُ الْوَلَدِ إِلى والِدَيْهِ حُبّاً لَهُما عِبادَةٌ»
“সন্তান যদি ভালোবাসা ও মহব্বতের দৃষ্টিতে পিতা-মাতার দিকে তাকায়, তবে তা ইবাদত হিসেবে গণ্য হয়।” [তুহাফুল উকুল, পৃষ্ঠা-৪৬]
এই সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ হাদীস প্রমাণ করে, পিতা-মাতার প্রতি ভালোবাসার প্রতিটি প্রকাশ আল্লাহ্র কাছে ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হয়।
ইমাম সাদিক (আ.) বলেন,
«مَنْ نَظَرَ إِلَى أَبَوَيْهِ نَظْرَةً ما قَتٍ وَ هُما ظالِمانِ لَهُ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً مَبْرُورَةً»
“যে ব্যক্তি তার পিতা-মাতার দিকে দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকায়—যদি তারা তার প্রতি অন্যায়ও করে থাকে—আল্লাহ্ তার জন্য কবুলকৃত হজের সওয়াব লিখে দেন।” [বিহারুল আনওয়ার, খন্ড ৭৪, পৃষ্ঠা ৭৩]
ইমাম আলী (আ.) বলেছেন,
«حَقُّ الْوالِدِ عَلَى الْوَلَدِ أَنْ لا يَعْقَّهُ وَ لا يَسُبَّهُ وَ أَنْ يَحْسِنَ صُحْبَتَهُ»
“পিতা-মাতার সন্তানের উপর হক্ব হলো—সে যেন তাদের অবাধ্য না হয়, তাদের অবমাননা না করে এবং সর্বদা তাদের সাথে সুন্দর ব্যবহার করে।” [নাহজুল বালাগা, হিকমত ৩৯৯]
আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা
আজকের যান্ত্রিক ও ব্যস্ত জীবনে আমরা প্রায়ই পিতা-মাতার প্রতি ভালোবাসা প্রকাশে কৃপণ হয়ে পড়ি। অথচ ইসলামের শিক্ষা হলো—একটি ভালোবাসার দৃষ্টি, একটি বিনয়ী বাক্য, কিংবা একটি দোয়া-ই জান্নাতের সহজ পথ হতে পারে। _ ইসলাম পিতা-মাতাকে ভালোবাসাকে শুধু নৈতিক দায়িত্ব হিসেবেই দেখেনি, বরং তা ইবাদতের মর্যাদা দিয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর হাদীস এবং আহলে বাইত (আ.)-এর বাণী থেকে আমরা শিক্ষা পাই—পিতা-মাতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জান্নাতের সহজতম পথ। তাই আসুন, আমরা আমাদের হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে পিতা-মাতার সেবায় আত্মনিয়োগ করি এবং তাদের প্রতি প্রতিটি দৃষ্টিকে ইবাদতের মর্যাদা দিই।