জাতিসংঘ অধিবেশনে যোগদানের আগে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাক্ষাৎ
রাসেল আহমেদ | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্ক সফরের আগে ইরানের প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সফরের কর্মসূচি ও পরিকল্পনা সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী তাঁকে সফরের জন্য দোয়া, শুভকামনা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন সোমবার নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব নেতারা ও সরকার প্রধানরা বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
এবারের অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনেক দেশের আলোচ্যসূচিতে থাকবে বলে আশা করা হচ্ছে।
এই বছরের সাধারণ বিতর্কের মূল প্রতিপাদ্য হলো “একসঙ্গে আরও ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর ও তারও বেশি সময়”। প্রতিপাদ্যটি জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উদ্যাপন করছে এবং বহুপাক্ষিক সহযোগিতা, বৈশ্বিক সংহতি ও যৌথ পদক্ষেপের প্রতি নতুন অঙ্গীকারের আহ্বান জানাচ্ছে।