বিশ্বজীবনযাপনসংবাদ বিশ্লেষণহাদিস

শ্রেষ্ঠ নারীর বৈশিষ্ট্য

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন| প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫

রাসূলুল্লাহ ﷺ এর বাণী

قال رسول الله صلی الله علیه و آله و سلم: افضل نساء امتی اصبحهن وجهان و اقلهن مهرا.

বাংলা অনুবাদ : আমার উম্মতের শ্রেষ্ঠ নারীরা তারা, যাদের মুখমণ্ডল উজ্জ্বল (আনন্দময়, প্রফুল্ল) এবং যাদের মেহর (কাবিন) সবচেয়ে কম।

📚 সূত্র: মন লা ইয়াহযুরুহুল ফকীহ, খণ্ড , পৃষ্ঠা ২৫২

ব্যাখ্যা

ইসলামে দাম্পত্য জীবনে সরলতা ও আন্তরিকতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

  • খুশিমুখী ও প্রফুল্ল নারী পরিবারে শান্তি, ভালোবাসা ও সৌহার্দ্য বয়ে আনে।
  • কম মেহর (কাবিন) নির্ধারণ দাম্পত্য জীবনে বোঝা হালকা করে এবং স্বামী-স্ত্রীর সম্পর্ককে সহজ ও আন্তরিক রাখে।

অতএব, শ্রেষ্ঠ নারীর অন্যতম বৈশিষ্ট্য হলো—তিনি তার সৌন্দর্য ও আচার-আচরণে আনন্দময় এবং দাম্পত্য জীবনে সহজ-সরল।

আরও পড়ুন 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button