জীবনযাপনধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদবিশ্ব

আয়ু হ্রাস ও জীবনের অকল্যাণের পেছনের গোপন কারণ

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬

আয়ু হ্রাস ও জীবনের অকল্যাণের পেছনের গোপন কারণ

ইসলামি শিক্ষায় নামাজকে জীবনের বরকত ও সাফল্যের মূল চাবিকাঠি বলা হয়েছে। আল্লাহর স্মরণ থেকে বিমুখতা মানুষের জীবনকে শুধু সংক্ষিপ্তই করে না, বরং তার অর্থবহতা ও ফলপ্রসূতাও কমিয়ে দেয়—এমনই সতর্কবার্তা উঠে আসে আলেমদের বক্তব্য ও হাদিসের বিবরণে।

নামাজে উদাসীনতা মানুষের বয়সের বরকত কেড়ে নেয়। বর্ণনায় এসেছে, যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয় না, সে বিভিন্ন বিপদ ও পরীক্ষায় পতিত হয়; তাদের একটি হলো—মানুষের জীবন সংক্ষিপ্ত ও অনর্থক হয়ে পড়া।

জীবনের বরকত নামাজের গুরুত্ব দেওয়ার ওপর নির্ভরশীল; নামাজহীনতা জীবনকে ছোট ও নিষ্ফল করে তোলে।

আয়াতুল্লাহ মুজতাহেদী তেহরানি(রহ.)বলেন: আগে গলি-ঘুপচিতে আমরা এমন বৃদ্ধদের দেখতাম, যারা কুঁজো হয়ে হাঁটতেন। এখন কিন্তু আর কেউ যেন সত্যিকার অর্থে বার্ধক্যে পৌঁছায় না—জীবনের বরকত হারিয়ে গেছে। কারণ মানুষ নামাজকে গুরুত্ব দেয় না; তাই তাদের জীবনে বরকত অবশিষ্ট নেই।

রেওয়ায়েতে এসেছে, যে ব্যক্তি নামাজের গুরুত্ব অস্বীকার করে, সে পনেরো ধরনের বিপদে আক্রান্ত হয়; তার একটি হলো—তার জীবন থেকে বরকত উঠে যায়।

উৎস: দার মাহযরে মুজতাহেদী, খণ্ড ২।

আরও পড়ুন 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button