ধর্ম ও বিশ্বাসজীবনযাপনবিশ্ব

আপনি কি জানেন— উদ্বেগও হতে পারে গুনাহ মোচনের কাফ্‌ফারা?

রাসেল আহমেদ | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫

আপনি কি জানেন— উদ্বেগও হতে পারে গুনাহ মোচনের কাফ্‌ফারা?

মিডিয়া মিহির: জীবনের দুঃখ-কষ্ট ও বিপদাপদ কেবল বেদনাদায়ক ঘটনা নয়; বরং ইসলামী বর্ণনাসমূহ (রেওয়ায়েত) থেকে প্রতীয়মান হয় যে, এসব মুসিবত অনেক সময় মানুষের গুনাহের জন্য এক ধরনের গোপন চিকিৎসা হিসেবে কাজ করে। হযরত ইমাম আলী (আ.) সতর্ক করে জানিয়েছেন—কিছু সমস্যা মানুষের জন্য এমন সুযোগ সৃষ্টি করে, যার মাধ্যমে সে আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগেই গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে যায়।

মানুষের ওপর যে ধরনের বিপদ-মুসিবত আপতিত হয়, তা তার ব্যবহারিক বা নৈতিক দুর্বলতার সঙ্গে সম্পর্কিত এবং তার সংশোধন ও আত্মগঠনের উদ্দেশ্যেই নির্ধারিত হয়। এসব মুসিবত দূর করার জন্য প্রতিটির উপযোগী সঠিক পথ অবলম্বন করা জরুরি, যাতে যদি এর কোনো আখিরাত-সংক্রান্ত নেতিবাচক প্রভাব থাকে, তা দূর হয়ে যায়। বহু রেওয়ায়েত এ বাস্তবতার প্রতি স্পষ্ট ইঙ্গিত করে।

আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেন,

مَا مِنْ شِيعَتِنَا أَحَدٌ يَرْتَكِبُ أَمْرًا نُهَيْنَاهُ عَنْهُ فَيَمُوتُ عَلَيْهِ، إِلَّا ابْتُلِيَ قَبْلَ مَوْتِهِ بِبَلَاءٍ فِي مَالِهِ أَوْ وَلَدِهِ أَوْ فِي نَفْسِهِ، حَتَّى يَلْقَى اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَا لَهُ ذَنْبٌ، وَإِنْ بَقِيَ عَلَيْهِ شَيْءٌ شُدِّدَ عَلَيْهِ عِنْدَ مَوْتِهِ

“আমাদের কোনো শিয়া এমন নয় যে, সে এমন কোনো কাজ করে যা আমরা নিষেধ করেছি এবং সে সেই অবস্থায় মারা যায়—কিন্তু এর আগে তার সম্পদে, সন্তানদের মধ্যে অথবা নিজের দেহে কোনো না কোনো বিপদে আক্রান্ত হয় না। এর মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, যাতে সে আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে তার ওপর আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আর যদি কিছু গুনাহ থেকে যায়, তবে মৃত্যুর সময় তার ওপর কঠোরতা আরোপ করা হয়।” (আল-কাফি, খণ্ড ২, পৃ. ৪৪৬)

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন,

مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ، حَتَّى الْقَلَقِ الَّذِي يُقْلِقُهُ، إِلَّا كَفَّرَ اللَّهُ بِهِ مِنْ خَطَايَاهُ

“কোনো মুমিন ব্যক্তির ওপর এমন কোনো কষ্ট, রোগ, দুঃখ বা চিন্তা আপতিত হয় না—এমনকি সেই উদ্বেগও নয় যা তার মনকে অস্থির করে— যার মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন না।” (সাওয়াবুল আ‘মাল, পৃ. ৩৩৪)


এই ধরনের দৃষ্টিভঙ্গি ও সচেতনতা আধ্যাত্মিক পথে অগ্রসরমান সাধকদের জন্য অপরিহার্য ও অনিবার্য। সৃষ্টিজগতের ঘটনাবলির ওপর গভীর চিন্তা ও মননের মাধ্যমেই মানুষের অন্তরে এই উপলব্ধি জন্ম নেয় যে—কষ্ট সব সময় শাস্তি নয়; অনেক সময় তা রহমত ও আত্মশুদ্ধির মাধ্যম।

গ্রন্থ: “সুলুকের প্রারম্ভিক ধাপসমূহ” (گام‌های آغازین سلوک), লেখক: উস্তাদ তাহরিরি

আরও পড়ুন 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button