হাদিসবিশ্ব

সৌভাগ্যের লক্ষণ: যে হৃদয় উপদেশে নত হয় — ইমাম আল-হাদী(আ.)-র বাণী

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫

মিডিয়া মিহির: যে মানুষ উপদেশ শুনে ক্ষুব্ধ হয় না, বরং নিজেকে শোধরাতে আগ্রহী হয়—সে মানুষ ইতিমধ্যেই আল্লাহর করুণার ছায়ায় রয়েছে। সংশোধনের আহ্বান গ্রহণ করার ক্ষমতাই হল অন্তরের মহত্ত্ব ও ঐশী মঙ্গলের নিঃশব্দ ঘোষণা।

قالَ الإمامُ الهادی عليه السلام: اِنَّ اللّهَ اِذا أَرادَ بِعَبْدٍ خَيراً إذا عُوتِبَ قَبِلَ

ইমাম আল-হাদি (আ.) বলেছেন: আল্লাহ যখন কোনো বান্দার জন্য সত্যিকারের কল্যাণ নির্ধারণ করেন, তখন তিনি তার অন্তরকে এমন বিনয় দান করেন যে—ভর্ত্সনা বা সতর্কবার্তা পেলে সে তা অকপটে গ্রহণ করে।

এই বাণীর অর্থ হলো— যার হৃদয় নরম, যে সমালোচনায় বিদ্ধ হলেও সত্যের দিকে ফিরে আসে, যে উপদেশকে অপমান নয়, বরং আলোর পথনির্দেশ মনে করে—সে-ই আল্লাহর বিশেষ অনুকম্পার অধিকারী। অহংকার হৃদয়কে অন্ধ করে; আর উপদেশ গ্রহণের নম্রতা হৃদয়কে স্বচ্ছ করে তোলে, যেখানে কল্যাণের আলো জ্বলে ওঠে।

আরও পড়ুন 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button