ইতিহাসবিশ্বসংবাদ বিশ্লেষণ

ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহকে সমর্থন করে যাবে: বেলায়েতি

রাসেল আহমেদ | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ ফ্রন্টের অগ্রভাগে থাকা মূল্যবান ও আত্মত্যাগী সংগঠন হিজবুল্লাহকে দৃঢ়তার সঙ্গে সমর্থন অব্যাহত রাখবে।

লেবাননের হিজবুল্লাহর তেহরান প্রতিনিধি সাইয়্যেদ আবদুল্লাহ সাফিউদ্দিন আন্তর্জাতিক বিষয়ক ক্ষেত্রে সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন। এই সাক্ষাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সাফিউদ্দিন লেবানন, হিজবুল্লাহ এবং প্রতিরোধ অক্ষের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, হিজবুল্লাহ আজ আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী এবং লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি দৃঢ়ভাবে বলেন, হিজবুল্লাহ কোনো অবস্থাতেই নিজের অস্ত্র পরিত্যাগ করবে না।

তিনি যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দখলদার সিয়োনিস্ট শাসনব্যবস্থা এবং তাদের পৃষ্ঠপোষকদের জানা উচিত— হিজবুল্লাহ যখনই প্রয়োজন মনে করবে, তখনই উপযুক্ত সময়ে দৃঢ় ও কঠোর জবাব দিতে সক্ষম।

হিজবুল্লাহর প্রতিনিধি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বাত্মক সমর্থনের জন্য, বিশেষ করে সর্বোচ্চ নেতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলী আকবর বেলায়েতিকে উদ্দেশ করে তিনি বলেন, হিজবুল্লাহ প্রতিষ্ঠার শুরু থেকেই আপনি সংগঠনটির অন্যতম প্রধান সমর্থক ছিলেন এবং প্রতিরোধকে শক্তিশালী করতে আপনার ভূমিকা ছিল অত্যন্ত কার্যকর ও নির্ধারক। বিশেষ করে ১৬ দিনের যুদ্ধে আপনার সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

তিনি আরও বলেন, এই সমর্থনের ফলেই প্রথমবারের মতো সিয়োনিস্ট শাসনব্যবস্থা যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়— যে যুদ্ধবিরতি জাতিসংঘের অনুমোদন পেয়েছিল এবং শেষ পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে লেবাননের দক্ষিণ সীমান্তকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাক্ষাতের শেষ পর্যায়ে আলী আকবর বেলায়েতি হিজবুল্লাহর কৌশলগত অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন, হিজবুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে সিয়োনিবাদের মোকাবিলায় মৌলিক ও নির্ধারক ভূমিকা পালন করছে। তিনি জোর দিয়ে বলেন, সর্বোচ্চ নেতার নেতৃত্ব ও নির্দেশনার অধীনে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ ফ্রন্টের অগ্রভাগে থাকা এই আত্মত্যাগী ও মূল্যবান সংগঠনকে আগামীতেও পূর্ণ দৃঢ়তার সঙ্গে সমর্থন দিয়ে যাবে।

আরও পড়ুন 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button