রেজোলিউশন পাসের পর কায়রো চুক্তি সমাপ্ত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাসেল আহমেদ | প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: যুক্তরাষ্ট্র এবং তিন ইউরোপীয় দেশের খসড়া করা ইরানবিরোধী প্রস্তাব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বোর্ড অব গভর্নর্সে পাস হওয়ার পর, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেছেন যে ইরান–আইএইএ কায়রো চুক্তি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি তিন ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের এই “অবৈধ ও অযৌক্তিক” পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরান ও আইএইএর মধ্যে কায়রো চুক্তি এখন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
ইরান আগে থেকেই রেজোলিউশন পাসের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল।
গতকাল আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি নিশ্চিত করেন যে, সংস্থার পরিদর্শকরা ইরানে ফিরে গেছেন এবং জুনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন স্থাপনায় পরিদর্শন সম্পন্ন করেছেন। ইরানও জানিয়েছে যে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন সাইটগুলোতে আইএইএ-এর পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে।
আরাকচি তাঁর ফারসি ভাষায় লেখা পোস্টে আরও বলেন, “এই পদক্ষেপ গ্রহণ করে এবং ইরানের যোগাযোগ ও সদিচ্ছাকে উপেক্ষা করে, এই দেশগুলো সংস্থার স্বাধীনতা ক্ষুণ্ণ করছে এবং আইএইএ ও ইরানের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক কার্যক্রমের প্রক্রিয়াকে বিঘ্নিত করছে।”
তিনি আরও বলেন, “তিন ইউরোপীয় দেশের অবৈধ পদক্ষেপ—জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাতিলকৃত রেজোলিউশনগুলো পুনর্বহালের—পর থেকেই কায়রো চুক্তি ইরান–আইএইএ নিরাপত্তা সম্পর্কের ভিত্তি হিসেবে কার্যকর ছিল না। আজ আইএইএ মহাপরিচালকের কাছে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে জানানো হয়েছে যে চুক্তিটি আর বৈধ নয় এবং এটিকে সমাপ্ত হিসেবে বিবেচনা করা হবে।”



