বিশ্বজীবনযাপনধর্ম ও বিশ্বাসবিশেষ সংবাদ

ইমাম সাজ্জাদ (আ.)-এর দৃষ্টিতে হিদায়াতের সেতুবন্ধন

ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫

মিডিয়া মিহির : আল্লাহকে জানতে ও তাঁর পথে চলতে হলে আগে জানতে হবে সেই নূরের উৎসকে—ইমামকে। কেননা, নূর ছাড়া যেমন পথচলা অসম্ভব, তেমনি ইমাম ছাড়া হিদায়াতও অসম্ভব। ইমাম সাজ্জাদ (আ.) তাঁর বিখ্যাত সাহিফা-ই সাজ্জাদিয়া–র পঞ্চম দোয়ায় আল্লাহর দরবারে এইভাবে প্রার্থনা করেন—

«إِنَّمَا یَهْتَدِی الْمُهْتَدُونَ بِنُورِ وَجْهِکَ، فَصَلِّ عَلَی مُحَمَّدٍ وَ آلِهِ وَ اهْدِنَا.»
(হে প্রভু!) যারা হিদায়াতপ্রাপ্ত হয়, তারা কেবল তোমার মুখমণ্ডলের নূরের মাধ্যমে পথ পায়। অতএব, প্রেরণ করো রহমত ও শান্তি মুহাম্মদ ও তাঁর আহলে বাইতের প্রতি এবং আমাদেরকেও হিদায়াত দান করো। ইমাম সাজ্জাদের এই দোয়ার ব্যাখ্যা আমাদের জানায়—হিদায়াত মানে কেবল জ্ঞান নয়, বরং নূরের প্রাপ্তি।
মানুষের আত্মা যতক্ষণ আল্লাহর নূরে স্নাত না হয়, ততক্ষণ সে সত্যিকার অর্থে পথপ্রাপ্ত হতে পারে না। তাই হিদায়াতের জন্য প্রার্থনা মানে আসলে নূরের জন্য প্রার্থনা করা—সেই নূর, যা অন্ধকার মনকে আলোকিত করে তোলে।

পবিত্র কুরআনেও একই নির্দেশ পাওয়া যায়— «فَآمِنُوا بِاللّٰهِ وَ رَسُولِهِ وَ النُّورِ الَّذِی أَنْزَلْنَا»
(সুরা তাগাবুন, আয়াত ৮) অর্থাৎ — তোমরা ঈমান আনো আল্লাহ, তাঁর রাসুল এবং সেই নূরের প্রতি, যা আমরা অবতীর্ণ করেছি।

ইমাম বাকির (আ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন—

«… اَلنُّورُ وَ اَللَّهِ اَلْأَئِمَّةُ مِنْ آلِ مُحَمَّدٍ صَلَّی اَللَّهُ عَلَیْهِ وَ آلِهِ إِلَی یَوْمِ اَلْقِیَامَةِ وَ هُمْ وَ اَللَّهِ نُورُ اَللَّهِ اَلَّذِی أَنْزَلَ وَ هُمْ وَ اَللَّهِ نُورُ اَللَّهِ فِی اَلسَّمَاوَاتِ وَ فِی اَلْأَرْضِ… .» (کافی، ج ۱، ص ۱۹۴)

আল্লাহর কসম, এই নূর বলতে বোঝানো হয়েছে আহলে বাইতের ইমামগণকে — মুহাম্মদ (সা.)-এর বংশধররা, কিয়ামত পর্যন্ত। আল্লাহর কসম, তাঁরাই সেই নূর যা আল্লাহ অবতীর্ণ করেছেন; তাঁরাই আকাশ ও পৃথিবীতে আল্লাহর নূর। (আল-কাফি, খণ্ড ১, পৃ. ১৯৪) অর্থাৎ, ইমামগণই সেই নূর, যার মাধ্যমে মানুষ পথ পায়, জ্ঞানের অন্ধকারে আলো দেখে, আর আল্লাহর দিকে এগিয়ে যায়।

এই কারণেই আমরা ইমাম মাহদি (আ.জ.)-এর প্রতি জুমার জিয়ারতে সালাম জানিয়ে বলি—

«السَّلامُ عَلَیْکَ یَا نُورَ اللّٰهِ الَّذِی یَهْتَدِی بِهِ الْمُهْتَدُونَ وَ یُفَرَّجُ بِهِ عَنِ الْمُؤْمِنِینَ
অর্থাৎ — “তোমার প্রতি সালাম, হে আল্লাহর নূর, যার দ্বারা হিদায়াতপ্রাপ্তরা পথ পায় এবং যার মাধ্যমে মুমিনদের দুঃখ দূর হয়।কুরআন ও আহলে বাইতের বাণী আমাদের শেখায় আল্লাহকে চেনার একমাত্র পথ হলো ইমামের মাধ্যমে। ইমাম সেই নূর, যা আমাদের হৃদয়ে আলোক ছড়ায়; তাঁর মাধ্যমেই আল্লাহর প্রেমে পৌঁছানো যায়। ইমাম ছাড়া যেমন আল্লাহর সত্তাকে জানা অসম্ভব, তেমনি নূর ছাড়া ইবাদতের পথেও চলা যায় না।

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button