ইমাম সাদিক (আ.)-এর ব্যাখ্যায় আত্মশুদ্ধির চূড়ান্ত রূপ
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫
মিডিয়া মিহির: মাজমাউল বয়ান থেকেসূরা ইনসান-এর ২১ নম্বর আয়াত— ﴿وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا﴾ “আর তাদের প্রতিপালক তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন”—এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জাফর আস-সাদিক (আ.) বলেছেন:
আল্লাহ তাআলা তাঁদেরকে এমন পানীয় দান করবেন, যা শুধু বাহ্যিক নয়, বরং অন্তরের গভীরতাও পবিত্র করে। এই পবিত্রতা এমন নয় যে জগৎ থেকে পাওয়া যায়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসে—যিনি একমাত্র পবিত্রকারী। তিনি তাঁদের হৃদয়কে এমনভাবে পরিশুদ্ধ করবেন, যেন আল্লাহ ছাড়া আর কিছুই সেখানে স্থান না পায়। এই পবিত্রতা হলো আত্মার মুক্তি, চিন্তার বিশুদ্ধতা এবং আল্লাহর প্রতি একান্ত নিবেদন।
قال الإمام جعفر الصادق (عليه السلام) في تفسير قوله تعالى: ﴿وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا﴾ يُطَهِّرُهُمْ مِنْ كُلِّ شَيْءٍ سِوَى اللَّهِ، فَإِنَّ الطَّاهِرَ مِنْ كُلِّ شَيْءٍ سِوَى اللَّهِ هُوَ اللَّهُ
অর্থ:তিনি তাঁদেরকে আল্লাহ ছাড়া সবকিছু থেকে পবিত্র করবেন; কারণ আল্লাহ ছাড়া সবকিছু থেকে পবিত্রকারী একমাত্র আল্লাহ।
এই ব্যাখ্যা শুধু একটি আয়াতের তাফসির নয়, বরং এটি আত্মশুদ্ধির এক চিরন্তন আহ্বান—যেখানে আল্লাহর নৈকট্যই সর্বোচ্চ পবিত্রতা। ইমাম সাদিক (আ.)-এর এই বাণী আমাদের শেখায়, প্রকৃত পবিত্রতা আসে তখনই, যখন হৃদয় আল্লাহ ছাড়া অন্য সবকিছু থেকে মুক্ত হয়।



