বিশ্ববিশেষ সংবাদহাদিস
গায়েবতের সময়ের ধৈর্য: অন্ধকারে আলোর সন্ধান
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫
মিডিয়া মিহির: امام جعفر صادق علیه السلام: اِنَّ لِصاحِبِ هذا الاَمرِ غَیْبَةً، المُتَمَسِّکُ فیها بِدینِهِ کَالخارِطِ لِلقَتادِ
ইমাম জাফর সাদিক (আ.) বলেন: “নিশ্চয়ই এই মহান দায়িত্বের অধিকারী (ইমাম মাহদি আ.)-এর জন্য এক দীর্ঘ গায়েবত (অদৃশ্যকাল) রয়েছে। যে ব্যক্তি সেই সময়েও তার ধর্মে অবিচল থাকে, সে যেন কাঁটাযুক্ত গাছের কাঁটা নিজ হাতে ছেঁটে ফেলে— এক কঠিন, যন্ত্রণাময়, কিন্তু সাহসিকতায় পূর্ণ কর্ম।”
— আল–কাফি, খণ্ড ১, পৃষ্ঠা ৩৩৫



