ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘে যৌথ চিঠি পাঠিয়ে ২২৩১ নং সিদ্ধান্তের সমাপ্তি নিশ্চিত করল
রাসেল আহমেদ | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫

মিডিয়া মিহির: ইরান, রাশিয়া এবং চীন যৌথভাবে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে একটি চিঠি পাঠিয়েছে, যাতে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত নিরাপত্তা পরিষদের ২২৩১ নং সিদ্ধান্তের মেয়াদ শেষ হওয়া নিশ্চিত করেছে। এ তথ্য জানিয়েছেন ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী (আইনি ও আন্তর্জাতিক বিষয়) কাসেম গরিবাবাদী।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে গরিবাবাদী বলেন, ইরান সম্প্রতি এই সিদ্ধান্তের মেয়াদ শেষ হওয়ার আগে ব্যাপক কূটনৈতিক পরামর্শ চালিয়েছে। নিরাপত্তা পরিষদের ২২৩১ নং সিদ্ধান্তের মেয়াদ শনিবার (চূড়ান্ত) শেষ হয়েছে।
২২৩১ নং সিদ্ধান্তটি ২০১৫ সালের পারমাণবিক চুক্তি, জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (JCPOA) সমর্থন করেছিল।
গরিবাবাদী আরও বলেন, ১২১টিরও বেশি অ-সংযুক্ত আন্দোলন (Non-Aligned Movement) সদস্য দেশ ইরানের অবস্থানের পক্ষে রয়েছে যে এই সিদ্ধান্তটি সমাপ্ত হয়েছে। এছাড়া “জাতিসংঘ সংবিধান রক্ষায় বন্ধুদের দল” (Group of Friends in Defense of the UN Charter)-এর ২১টি দেশও সিদ্ধান্তের সমাপ্তি নিশ্চিত করে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।
তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোর JCPOA ফ্রেমওয়ার্কের অধীনে “স্ন্যাপব্যাক মেকানিজম” ব্যবহার করে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার প্রচেষ্টা আইনগতভাবে বৈধ নয়। তাই জাতিসংঘের সদস্য দেশগুলোর ওপর এই ধরনের কোনো ব্যবস্থা বাস্তবায়নের দায় নেই।
গরিবাবাদী আরও উল্লেখ করেন, ইরান, রাশিয়া ও চীনের যৌথ চিঠি পুনর্ব্যক্ত করেছে যে ২২৩১ নং সিদ্ধান্ত শেষ হয়েছে এবং দেশগুলোর ওপর আর কোনো নিরাপত্তা পরিষদ-নিষিদ্ধ দায় নেই।
তিনি বলেন, সিদ্ধান্তের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) মহাব্যবস্থাপকের ইরানের পারমাণবিক কমিটমেন্ট সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনও বন্ধ হয়ে যাবে!



