শুধু কথায় নয়— মানুষের আমল ও আচরণে আল্লাহর মারেফাত প্রকাশ পায়
রাসেল আহমেদ | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫
মিডিয়া মিহির: শুধু মুখের কথা বা জ্ঞানচর্চা নয়—আল্লাহকে সত্যিকারভাবে চিনতে হলে চাই অন্তরের পবিত্রতা ও আমলের সততা। আল্লাহর প্রকৃত জ্ঞান সেই ব্যক্তিই অর্জন করতে পারে, যে নিজের জীবন থেকে পাপ ও কপটতা মুছে ফেলে।
আয়াতুল্লাহ বাহাউদ্দিনী (রহ.) তাঁর এক গুরুত্বপূর্ণ বক্তব্যে মানব জীবনের মৌলিক বাস্তবতার দিকে ইঙ্গিত করে বলেন—
“আমরা এখনও আল্লাহকে সত্যিকার অর্থে চিনতে পারিনি।”
এর মূল কারণ, আমাদের অন্তরের অশুদ্ধতা ও নৈতিক দূষণ।
তিনি ব্যাখ্যা করেন, “যদি তুমি চাও আল্লাহ তা’আলা তোমাকে সাহায্য করুক এবং তাঁর বরকত ও কৃপা থেকে সম্পূর্ণভাবে উপকৃত হও, তবে কেবল কথায় নয়—কাজে ও আচরণে পরিবর্তন আনতে হবে। একান্তে হোক বা প্রকাশ্যে, আল্লাহর হারাম ও নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করতে হবে।”
আয়াতুল্লাহ বাহাউদ্দিনী (রহ.) আরও বলেন, “যে সমস্ত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপবাদ, অবমূল্যায়ন, প্রতারণা ও চাতুর্য আমরা ‘বুদ্ধিমত্তা’ বলে চালিয়ে নিচ্ছি, সেগুলো দূর করতে হবে। অন্যথায় কেবল মুখের কথা বলে কিছুই হবে না।”
তিনি জোর দিয়ে বলেন, “যদি তুমি বাস্তব জীবনে আমলের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রমাণ করো, তাহলে তুমি প্রকৃত উন্নতির পথে এগিয়ে যাবে এবং তোমার আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাবে।”
সূত্র: আয়াতুল্লাহ বাহাউদ্দিনী, শাহরে অফাক, পৃষ্ঠা- ৪২
আল্লাহর প্রকৃত পরিচয় ও জ্ঞান অর্জনের পথ হলো আচরণ ও নৈতিকতা শুদ্ধ রাখা। কেবল জ্ঞান বা কথার মাধ্যমে কিছু অর্জন সম্ভব নয়। যারা অন্তর পরিশুদ্ধ করে এবং দৈনন্দিন জীবনে আল্লাহর বিধিনিষেধ মেনে চলে, তারাই প্রকৃত অর্থে আধ্যাত্মিক উন্নতি, বরকত ও শান্তি লাভ করতে সক্ষম।



