মিডিয়া মিহির: ইমাম জাওয়াদ (আ.) আমাদের সতর্ক করেছেন অসৎ ও কুটিল মানুষের সঙ্গে বন্ধুত্বের ঝুঁকি সম্পর্কে। তারা বাইরে থেকে আকর্ষণীয় মনে হলেও, তাদের প্রভাব ও আচরণ গভীর ক্ষতির কারণ হতে পারে।
ইমাম জাওয়াদ (আ.) বলেন:
امام جواد علیه السلام : إيّاكَ و مُصاحَبَةَ الشِّرِّيرِ؛ فإنّهُ كالسَّيفِ المَسلولِ يَحسُنُ مَنظَرُهُ و يَقبُحُ أثَرُهُ
অসৎ ও কুটিল ব্যক্তিদের সঙ্গে কখনো বন্ধুত্ব গড়ে তুলো না; কারণ তারা ঠিক সেই উঁচিয়ে ধরা তলোয়ারের মতো—দৃষ্টিনন্দন হলেও, তাদের আঘাত হতে পারে গভীর ও বিধ্বংসী। আল-দুররাত আল-বাহিরা, পৃষ্ঠা ৩৯।



