হাদিস
পরিবারের জন্য উপহার (হাদিয়া) নিয়ে যাওয়া সুন্নাত
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫
মিডিয়া মিহির: ইমাম সাদিক (আ.) বলেছেন:
امام صادق علیهالسلام :اِذا سافَرَ اَحَدُكُم فَقَدِمَ مِن سَفَرِهِ فَليَأتِ اَهلَهُ بِما تَيَسَّرَ
যখন তোমাদের মধ্যে কেউ যাত্রা করে এবং তার পর ফেরে, সে যেন নিজের ক্ষমতা অনুযায়ী পরিবারের জন্য উপহার নিয়ে আসে।
অতএব: যখন তোমাদের কেউ যাত্রা থেকে ফেরে, তখন সে যেন নিজের সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য সুগাতি বা উপহার নিয়ে আসে।
সূত্র: ওসায়েলুশ শিয়া, খণ্ড ৮, পৃষ্ঠা ২২৭।



