রাজশাহীতে শিয়া-সুন্নি আলেমদের সঙ্গে আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: ঐক্য ও সম্প্রীতির বার্তা
রাসেল আহমেদ | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫
রাজশাহীতে শিয়া-সুন্নি আলেমদের সঙ্গে আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: ঐক্য ও সম্প্রীতির বার্তা! মতপার্থক্যকে সম্মানের সঙ্গে গ্রহণ করে জ্ঞানচর্চা ও সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।
মিডিয়া মিহির: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর দফতরের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভী রাজশাহী সফরে স্থানীয় শিয়া ও সুন্নি আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সাক্ষাৎকালে তিনি মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, বিভেদের পরিবর্তে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করা সময়ের দাবি। তিনি মতপার্থক্যকে সম্মানের সঙ্গে গ্রহণ করে জ্ঞানচর্চা ও সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।
সফরকালে ড. মুসাভী মুহাম্মাদ আমিন (সা.) মাদ্রাসা এবং রাজশাহী শিয়া মসজিদ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি স্থানীয় সর্ববৃহৎ আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও মুফাসসিরদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। আলোচনায় মুসলিম সমাজে বিভেদ নিরসন, ইসলামী শিক্ষার ধারাবাহিকতা রক্ষা এবং সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।

তার সফরসঙ্গী ইসলামী গবেষক ড. আব্দুল কুদ্দুস বাদশা রবিউল আওয়াল মাসের মাহাত্ম্য ও মুসলমানদের প্রাচীন জ্ঞানচর্চার ঐতিহ্য তুলে ধরেন। স্থানীয় আলেমরা মুসলিম বিশ্বের ঐক্যে ইরানের অগ্রণী ভূমিকা ও ভ্রাতৃত্বের বার্তাকে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন এবং এ ধরনের মতবিনিময় চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।




