ইতালিতে গাজার সমর্থনে বিক্ষোভ ও ধর্মঘট ঘোষণা
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫
মিডিয়া মিহির: ইতালিতে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিলে জনগণ প্রবল কণ্ঠে ইসরায়েলের সঙ্গে ইতালীয় সরকারের সহযোগিতা ও আঁতাতের তীব্র নিন্দা জানিয়েছে।
বিক্ষোভকারীরা গাজার অবরোধ ভাঙতে সচেষ্ট সব জাহাজ ও নৌযানের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেন। সমাবেশ চলাকালীন কয়েকটি শ্রমিক সংগঠন ঘোষণা দেয়, সরকার যতদিন না ইসরায়েলপন্থী অবস্থান পরিবর্তন করছে, তারা ততদিন ধর্মঘট অব্যাহত রাখবে। এতে স্বাধীন শ্রমিক ইউনিয়ন এবং জাতীয় শ্রমিক ইউনিয়ন বিশেষভাবে উল্লেখযোগ্য।
জাতীয় ইউনিয়নের মহাসচিব গুইদো লুতরিও বলেন, “আমাদের ধর্মঘটের উদ্দেশ্য সরকারকে বাধ্য করা, যাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। প্রয়োজনে আমরা বন্দর ও স্টেশনগুলো বন্ধ করে দেব এবং সব ধরনের লেনদেন বন্ধ করব।”
এছাড়া, রিক্কার্দো রুদিনো এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার উদ্দেশ্যে যাওয়া জাহাজগুলোর ওপর হামলা হলে বা যোগাযোগ বিচ্ছিন্ন হলে, তাৎক্ষণিকভাবে ইউরোপজুড়ে বন্দর বন্ধ করে দেওয়া হবে।
প্রতিবছর প্রায় ১৪ হাজার কনটেইনার ইতালির বন্দরগুলো থেকে ইসরায়েলে পাঠানো হয়। ফলে, এসব বন্দর ইসরায়েলের বাণিজ্যিক পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্র: Middle East Eye



