হাদিসকুরআন শিক্ষাজীবনযাপনধর্ম ও বিশ্বাস
কেন আমাদের কিছু প্রার্থনা আল্লাহর নিকট কবুল না হওয়ার কারণ কী?
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫

মিডিয়া মিহির: ইমাম সাদিক (আ.) এক সতর্কতামূলক হাদিসে হালাল রিজিক গ্রহণ এবং অন্যায় থেকে বিরত থাকার গুরুত্বের ওপর আলোকপাত করেছেন। তিনি আমাদের স্মরণ করান যে, দোয়া কেবল তখনই আল্লাহর কাছে পৌঁছায়, যখন আমাদের জীবন সৎ পথে পরিচালিত হয়।
বিহারুল আনওয়ার থেকে এই হাদিস তুলে ধরেছে, যেখানে ইমাম সাদিক (আ.) বলেছেন:
«اِنَّ الله لایَرفَعُ اِلَیهِ دُعاءَ عبدٍ فی بَطنِهِ حرامٌ أَو عِندَهُ مَظلِمةٌ لِأَحَدٍ مِن خَلقِه»
অর্থাৎ:
“আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন না, যার পেটে হারাম খাদ্য বা যার ঘাড়ে অন্য মানুষের প্রতি অন্যায় বা দায়িত্বের বোঝা রয়েছে।”
এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, যে সত্যিকারের কবুল দোয়ার জন্য প্রয়োজন সততা, হালাল রিজিক ও ন্যায়ের পথে চলা। দোয়া শুধু কথা নয়; এটি আমাদের জীবনযাত্রার প্রতিফলন।