
মিডিয়া মিহির: আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি) একটি সংক্ষিপ্ত ও গভীর অর্থবোধক হাদিসে মানুষের আমলের মানদণ্ডে সুন্দর চরিত্র বা সু-আচরণের উচ্চ মর্যাদা সম্পর্কে গুরুত্ব আরোপ করেছেন।
ঊইউনুল আখবারুর রেযা থেকে নিম্নলিখিত হাদিসটি প্রকাশ করা হয়েছে :
হযরত রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) বলেছেন:
ما مِن شیءٍ أثقَلُ فی المیزانِ مِن حُسنِ الخُلقِ
অর্থাৎ— কিয়ামতের দিন আমলের পাল্লায় সুন্দর চরিত্রের চেয়ে ভারী কিছুই থাকবে না।
(ঊইউনুল আখবারুর রেযা, খণ্ড ২, পৃষ্ঠা ৩৭, হাদিস ৯৮)