হাসান নাসরুল্লাহ ও সাফিদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে হিজবুল্লাহর অনুষ্ঠানসূচি ঘোষণা
রাসেল আহমেদ | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

শহীদ হাসান নাসরুল্লাহ ও সাফিদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে হিজবুল্লাহর অনুষ্ঠানসূচি ঘোষণা, স্লোগান— “আমরা ওয়াদা রক্ষা করব”
মিডিয়া মিহির: লেবাননের ইসলামি প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিদ্দিনের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একাধিক অনুষ্ঠান ও সেবার আয়োজনের ঘোষণা করেছে।
বৈরুতে এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহর মিডিয়া কার্যক্রম বিভাগের প্রধান শেখ আলী দাহের জানিয়েছেন, এই উপলক্ষের স্লোগান হবে গত ফেব্রুয়ারিতে দুই মহান শহীদের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ব্যবহৃত স্লোগান “আমরা ওয়াদা রক্ষা করব”।
শেখ দাহের আল-মানার বরাতে বলেন, “একটি বিস্তৃত অনুষ্ঠান ও কার্যক্রমের প্যাকেজ ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত চলবে।”
২৫ সেপ্টেম্বর, বৈরুতের রাউচ রক আলোকিত করা হবে এবং সেখানে সন্ধা ৫টা থেকে ৭টা পর্যন্ত শহীদ হাসান নাসরুল্লাহ ও সাফিদ্দিনের প্রতিকৃতির প্রজেকশন প্রদর্শিত হবে। অনুষ্ঠানে সামুদ্রিক কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে।
এদিন, ইসলামিক রেডিও ও টেলিভিশন ইউনিয়নও উন্মুক্ত দিবসের আয়োজন করবে। ২০২৪ সালে ২৭ সেপ্টেম্বর শহীদ শায়খ নাসরুল্লাহর শাহাদাত দিবস উপলক্ষে একটি কেন্দ্রীয় ও সরকারি অনুষ্ঠান আয়োজন করা হবে। এ অনুষ্ঠান একযোগে তিনজন সাবেক হিজবুল্লাহ মহাসচিবের (শহীদ শায়খ নাসরুল্লাহ, শায়খ সাফিউদ্দিন এবং ১৯৯২ সালে শাহাদাতপ্রাপ্ত শায়খ আব্বাস আল-মুসাভি’র) মাজারে অনুষ্ঠিত হবে।
বর্তমান হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম অনুষ্ঠানে ভাষণ দেবেন।
শেখ দাহের সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে, আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২১ মিনিটে—যে সময়ে শায়খ নাসরুল্লাহ শহীদ হয়েছিলেন—লেবাননের বিভিন্ন অঞ্চলে গণসমাবেশ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হবে।
সূত্র: আল-মানার