ইয়েমেনের অভিযোগ: লোহিত সাগরে সামরিকীকরণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেষ্টা
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

মিডিয়া মিহির: ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে লোহিত সাগর ও বাব আল-মন্দেব প্রণালীতে আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি ইয়েমেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও আঞ্চলিক সমষ্টিগত নিরাপত্তার নীতির ভিত্তিতে সমুদ্রপথের সুরক্ষা নীতিতে অটল রয়েছে।
সানার সরকারাধীন ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্ট করে জানিয়েছে যে সমুদ্রপথের নিরাপত্তা জোরদার করার জন্য বিদেশি সামরিক নৌবহরের অপসারণ প্রয়োজন, কারণ তাদের উপস্থিতি বৈধ নয়।
এই অবস্থান থেকে সানার সরকার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা লোহিত সাগরকে সামরিকীকরণ করে সংঘাতের ময়দানে পরিণত করতে চাইছে। ইয়েমেন আরও জানিয়েছে, এ দুই দেশ এমন জোট গঠন করতে চায় যার সঙ্গে আঞ্চলিক দেশগুলোর জনগণের স্বার্থের কোনো সম্পর্ক নেই।
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে তাদের কার্যক্রম লোহিত সাগরে কেবলমাত্র ইসরায়েলি শত্রুর স্বার্থকে লক্ষ্যবস্তু করছে এবং গাজায় ইসরায়েলের নৃশংসতা বন্ধ করার জন্য চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এই বিবৃতি প্রকাশিত হয় একদিন পর, যখন গতকাল সন্ধ্যায় ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় ১২ বার হামলা চালায়।