দোহা সম্মেলনে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর আহ্বান: ইসরাইলবিরোধী ইসলামী জোট গঠনের দাবি
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন। প্রকাশ:১৫ সেপ্টেম্বর ২০২৫

মিডিয়া মিহির দোহা, কাতার: ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামী সম্মেলনের উদ্দেশ্যে এক খোলা বার্তায় দখলদার ইসরাইলবিরোধী ইসলামী জোট গঠনের আহ্বান জানিয়েছে।
বার্তায় বলা হয়, টানা ২৪ মাস ধরে ইসরাইলের আগ্রাসনে গাজা উপত্যকা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে—শত-শত হাজার শহীদ, আহত ও নিখোঁজ, ঘরবাড়ি ও অবকাঠামোর ধ্বংস, খাদ্যাভাব ও বাস্তুচ্যুতি সৃষ্টি হয়েছে। গোষ্ঠীগুলো অভিযোগ করে, এই গণহত্যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে চলছে।
তারা সতর্ক করে দিয়ে বলেছে, ইসরাইল কেবল ফিলিস্তিন নয়, বরং পুরো আরব ও ইসলামী উম্মাহর নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। সাম্প্রতিক সময়ে দোহা, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, ইরান ও তিউনিসে দখলদারদের হামলা এবং নেতানিয়াহুর তথাকথিত “বৃহৎ ইসরাইল” প্রকল্প ঘোষণাকে এ হুমকির প্রমাণ হিসেবে তুলে ধরা হয়।
প্রধান দাবি
ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দাবিগুলোর মধ্যে রয়েছে:
১.গাজায় যুদ্ধ বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক-আরব জোট গঠন।
২. যৌথ প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করা, তেলকে চাপের অস্ত্র হিসেবে ব্যবহার এবং পূর্ণ আরব নিষেধাজ্ঞা আরোপ।
৩. গাজায় জরুরি মানবিক সহায়তা ও পুনর্গঠন তহবিল গঠন।
৪. জেরুজালেম, আল-আকসা মসজিদ ও পশ্চিম তীরকে রক্ষায় অভিন্ন কৌশল গ্রহণ।
৫. ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আরব-ইসলামী ঐক্যবদ্ধ অবস্থান ও সম্পর্কচ্ছেদ।
দোহা সম্মেলন
গতকাল দোহায় ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেন। আজকের শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও ভাষণ দেবেন।
সম্মেলনের খসড়া ঘোষণায় ইসরাইলের কাতার আক্রমণকে “স্পষ্ট আগ্রাসন ও বিপজ্জনক উসকানি” হিসেবে উল্লেখ করা হয় এবং কাতারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।