ইসরাইলি শাসনব্যবস্থার বিরুদ্ধে ইয়েমেনের ড্রোন হামলা
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন| প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫

মিডিয়া মিহির প্রতিবেদনে জানানো হয়েছে, আজ রোববার ইসরাইলি গণমাধ্যমগুলো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে ইয়েমেন থেকে চালানো ড্রোন হামলার খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ ফিলিস্তিনে অবস্থিত “রামোন” বিমানবন্দর এলাকায় এ হামলার পরপরই সতর্কতা সাইরেন বেজে ওঠে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ড্রোনটি আকাশেই প্রতিহত করেছে। একই সঙ্গে জানানো হয়, হামলার কারণে দখলকৃত ভূখণ্ডের দক্ষিণাঞ্চলের “ওয়াদি আরাবা” এলাকাতেও সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।
সংবাদ প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে তারা আগেও বহুবার ঘোষণা করেছে যে, ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি জানাতে, গাজার জনগণকে রক্ষায় এবং ইয়েমেনের ওপর ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং সময়ের সঙ্গে তা আরও জোরদার করা হবে।