ধর্ম ও বিশ্বাসকুরআনকুরআন শিক্ষাবিশেষ সংবাদ

এমন এক গুনাহ, যার মূল্য আল্লাহর কাছে সওয়াবের চেয়েও বেশি!

রাসেল আহমেদ | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: প্রকৃত কামাল বা পরিপূর্ণতার শিখর হলো আল্লাহর নৈকট্য অর্জন এবং তাঁর দিকে পৌঁছানো। আর প্রকৃত অগ্রগতি মানে হলো আল্লাহর পথে চলা ও তাঁর দিকে যাত্রা করা। যদি মানুষ এ পথ থেকে বিচ্যুত হয়, তবে দুনিয়ার সর্বোচ্চ মর্যাদা অর্জন করলেও প্রকৃত কোনো কামাল বা উন্নতি সাধন সম্ভব নয়।

আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) নাহজুল বালাগাতে ইরশাদ করেছেন, الْإِعْجَابُ یَمْنَعُ الِازْدِیَادَ অর্থাৎ, অহংকার ও আত্মপ্রশংসা মানুষের অগ্রগতি ও উন্নতির পথে বড় অন্তরায়। [হিকমত ৩৮]

 

কোরআনের শিক্ষা:

মানুষ স্বভাবতই উন্নতি ও শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষী। তবে প্রকৃত কিসে উন্নতি ও কিসে কামাল নিহিত, তা যদি স্পষ্টভাবে উপলব্ধি না হয়, তবে সে সহজেই ভুল পথে অগ্রসর হতে পারে।

এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা কোরআনে ইরশাদ করেছেন:

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَیْهِ رَاجِعُونَ

“নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।” [সূরা বাকারা, আয়াত ১৫৬]

এই আয়াত প্রমাণ করে যে, প্রকৃত কামাল ও উন্নতি কেবল আল্লাহর নৈকট্যে নিহিত। অন্যথায়, দুনিয়ার যেকোনো উচ্চতম অবস্থানেও প্রকৃত উন্নতি অর্জন করা সম্ভব নয়।

 

অহংকার: কামালের পথে সবচেয়ে বড় অন্তরায়

প্রত্যেক পথেরই কিছু না কিছু অন্তরায় থাকে। কামাল ও আল্লাহর সান্নিধ্যের পথে সবচেয়ে বড় অন্তরায় হলো অহংকার ও আত্মতুষ্টি। এ কারণেই ইমাম আলী (আ.) নাহজুল বালাগাতে অন্যত্র ইরশাদ করেছেন, سَیِّئَةٌ تَسُوءُکَ، خَیْرٌ عِنْدَ اللَّهِ مِنْ حَسَنَةٍ تُعْجِبُکَ “যে গুনাহ তোমাকে অনুতপ্ত ও দুঃখিত করে, তা আল্লাহর কাছে সেই সৎকর্মের চেয়েও উত্তম—যে সৎকর্ম তোমার অন্তরে অহংকার জন্ম দেয়।” [হিকমত ১৬৭]

 

অনুতাপ: কামালের পথে অমূল্য সম্পদ

সুতরাং, আল্লাহর দিকে যাত্রা ও কামের পথে, গুনাহের পর আন্তরিক অনুতাপ, স্বীকারোক্তি এবং আত্মভঙ্গি অনেক বেশি কার্যকর ও ফলপ্রসূ—সেই সৎকর্মের তুলনায়, যা মানুষকে অহংকারী করে তোলে। কেননা, যে ব্যক্তি নিজের নফসের দাসত্বে আবদ্ধ, সে কখনো আধ্যাত্মিক উড্ডয়ন ও প্রকৃত মুক্তির স্বাদ পেতে সক্ষম হয় না।

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button