বিশ্ববিশেষ সংবাদ

ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী কাতারের পাশে থাকবে: সেনাপ্রধান

রাসেল আহমেদ | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

মিডিয়া মিহির: ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুরাহিম মুসাভী বলেছেন, ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত কাতারের পাশে থাকবে এবং তাদের “কাতারি ভাইদের” সমর্থনে কখনো দ্বিধা করবে না।

জেনারেল মুসাভী এই বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিন্দা জানান এবং দোহায় হামলার ঘটনাকে অপরাধমুলক কর্ম বলে অভিহিত করেছেন।

জেনারেল মুসাভী কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে টেলিফোনাল সম্বন্ধে এই বক্তব্য দেন; সেখানে তিনি দোহায় এ হামলাকে “আপরাধ ও সন্ত্রাসী কাজ” হিসেবে আখ্যায়িত করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কাতারের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানাতে কখনো দ্বিধা করবে না।

ইসরায়েলের বিমান হামলা দোহায় হামাস প্রতিনিধিদলের এক বৈঠককে লক্ষ্য করলে অতর্কিতভাবে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে; পশ্চিমা ও আঞ্চলিক সংবাদমাধ্যমগুলো এই হামলাকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুতর ইঙ্গিত হিসেবে দেখছে। কাতারের প্রধানমন্ত্রীও ওই হামলাকে “রাষ্ট্রীয় সন্ত্রাস” বলে অভিহিত করেছেন।

 তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রসহ অন্যান্য সরকারি সূত্রও ইসরায়েলের এ হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। ইরানি কর্মকর্তাের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও জাতসংঘের মৌলিক নীতির পরিপন্থী এ হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক।

 অন্যদিকে, অঞ্চল ও আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক আলোচনা ত্বরান্বিত হয়েছে; কাতার অবিলম্বে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিক্রিয়া জানাতে উদ্যোগ নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানানো হচ্ছে।

আরও পড়ুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button